সুড়ঙ্গ দিয়েই সাম্বা সেক্টরে অনুপ্রবেশ করেছে জঙ্গিরা, দাবি BSF-এর

সুড়ঙ্গ দিয়ে সাম্বা সেক্টরে অনুপ্রবেশ করেছে জঙ্গিরা। জানালেন BSF-এর DG  KK শর্মা। আজ সকালেই খুব ছোট ১টি সুড়ঙ্গ BSF-এর নজরে আসে বলে তিনি জানান। যদিও সুড়ঙ্গ খুঁজে বের করার কোনও প্রযুক্তি BSF-এর নেই বলেই স্বীকার করে নেন তিনি। গতকালই সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চালায় ৩ জঙ্গি। BSF-এর সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জনেরই মৃত্যু হয়।

Updated By: Nov 30, 2016, 06:15 PM IST
সুড়ঙ্গ দিয়েই সাম্বা সেক্টরে অনুপ্রবেশ করেছে জঙ্গিরা, দাবি BSF-এর

ওয়েব ডেস্ক : সুড়ঙ্গ দিয়ে সাম্বা সেক্টরে অনুপ্রবেশ করেছে জঙ্গিরা। জানালেন BSF-এর DG  KK শর্মা। আজ সকালেই খুব ছোট ১টি সুড়ঙ্গ BSF-এর নজরে আসে বলে তিনি জানান। যদিও সুড়ঙ্গ খুঁজে বের করার কোনও প্রযুক্তি BSF-এর নেই বলেই স্বীকার করে নেন তিনি। গতকালই সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চালায় ৩ জঙ্গি। BSF-এর সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জনেরই মৃত্যু হয়।

আরও পড়ুন- ফের জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলা, নিশানায় খোদ সেনা ছাউনি

গতকাল জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলা হয়। এবার নিশানায় ছিল খোদ সেনা ছাউনি। সেনা ক্যাম্পে ঢুকে পড়ে বেশ কয়েকজন জঙ্গি। সংখ্যায় দুই থেকে তিনজন জঙ্গি সেখানে ঢুকে পড়ে। গুলির লড়াইয়ে ৭ সেনা জওয়ানের মৃত্যু হয়। ভোরবেলা গ্রেনেড হামলা চালাতে চালাতে ঢুকে পড়ে জঙ্গিরা।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীরের নাগরোটায় চিরুনি তল্লাশি

.