প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছে
প্রবল বৃষ্টিতে ইতিমধ্যে বিপর্যস্ত তামিলনাড়ু। শহরের রাস্তায় জল জমে থই থই। গ্রাম ভেসে যাচ্ছে। দেওয়াল চাপা পড়ে মারা যাচ্ছে মানুষ। জলের তোড়েও ভেসে যাচ্ছে অবলীলায়।
ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টিতে ইতিমধ্যে বিপর্যস্ত তামিলনাড়ু। শহরের রাস্তায় জল জমে থই থই। গ্রাম ভেসে যাচ্ছে। দেওয়াল চাপা পড়ে মারা যাচ্ছে মানুষ। জলের তোড়েও ভেসে যাচ্ছে অবলীলায়।
এমন প্রবল বৃষ্টিতে প্রায় নাকানিচোবানি খাচ্ছে গোটা শহরটাই।
ইতিমধ্যে সরকারি হিসেব অনুযায়ী বৃষ্টিতে মারা গিয়েছে ১৯জন। এঁদের মধ্যে ১৫ জনই জলের তোড়ে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন। আর একজন দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন।
বেশ কিছু জায়গায় বন্যা হয়েছে।
মুখ্যমন্ত্রী জয়ললিতা মৃতের পরিবারদের ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছেন।
সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুড্ডালোর জেলায়।