সাংবাদিকতা শিখে দেশের সর্ববৃহত্ নিউজ নেটওয়ার্কে কাজের সুযোগ
কোর্সের ৯ মাসের মাথায় মেধার ভিত্তিতে আকর্ষণীয় চাকরির সুযোগ এবং জি মিডিয়া এবং ডিএনএ সংস্থায় ৩ মাসের সবেতন শিক্ষানবিশি সাংবাদিকতার সুযোগও থাকছে।
সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করে আগামী দিনের সংবাদ জগতকে সঠিক দিশা দেখাতে চান? তাহলে আপনার জন্য এবার দারুণ সুযোগ নিয়ে এল ভারতের সর্ববৃহত্ সংবাদ নেটওয়ার্ক। জি ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড আর্টস (জিমা)-এর এই বিশেষ কোর্সে আপনাকে সাংবাদিকতার বিভিন্ন ধারায় প্রশিক্ষিত করে তোলা হবে। আর প্রশিক্ষণের শেষে মিলবে জি মিডিয়ায় সবেতন শিক্ষানবিশির সুযোগ।
এই কোর্সের জন্য যোগ্যতা- সাংবাদিকতা, বিজনেস স্টাডিজ, রাষ্ট্র বিজ্ঞান, অর্থনীতি, প্রযুক্তি, কলা, বাণিজ্য, ইংরাজি এবং অন্যান্য বিভাগে স্নাতক
স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণের বিশেষত্ব
একাধিক ভারতীয় ভাষায় বিভিন্ন ধারার (খবরের কাগজ, টেলিভিশন ও ডিজিটাল) সাংবাদিকতার পাঠ দেওয়া হবে।
বিভিন্ন ধারার সাংবাদিকতায় পথিকৃত্ সাংবাদিকদের কাছ থেকে হাতে কলমে শেখার সুযোগ।
কোর্সের ৯ মাসের মাথায় মেধার ভিত্তিতে আকর্ষণীয় চাকরির সুযোগ।
জি মিডিয়া এবং ডিএনএ সংস্থায় ৩ মাসের সবেতন শিক্ষানবিশি সাংবাদিকতার সুযোগ।
প্রশিক্ষণের বৈশিষ্ট
৫০% ক্লাস রুম।
মুম্বইয়ের জি মিডিয়া/জিমা-তে ৫০% অন জব ট্রেনিং।
কোর্সের খুটিনাটি
মোট আসন সংখ্যা- ২০।
এসেল ফাইনান্সের মাধ্যমে এই কোর্সের জন্য প্রয়োজনীয় ঋণও পাওয়া যাবে।
এই কোর্সের জন্য আগ্রহীরা যোগাযোগ করুন-yogesh.lad@zeemedia.esselgroup.com / diana.chettiar@dnaindia.net