ইন্দ্রাণীর নির্দেশে শিনার ই-মেল থেকে ইস্তফা পাঠানো ব্যক্তিই এখন রাজসাক্ষী

শিনা বোরা হত্যা মামলায় ইন্দ্রাণী মুখার্জির এক অধস্তন কর্মীকে সাক্ষী করতে চায় মুম্বই পুলিস। পুলিস জানতে পেরেছে, ইন্দ্রাণীর নির্দেশে শিনার খুনের পর শিনার নামে ভুয়ো রেজিগনেশন লেটার তৈরি করেন তিনি। ইন্দ্রাণীর পাঠানো স্যাম্পেল দেখে শিনার সই নকল করেন ওই কর্মী।

Updated By: Sep 1, 2015, 10:49 AM IST
ইন্দ্রাণীর নির্দেশে শিনার ই-মেল থেকে ইস্তফা পাঠানো ব্যক্তিই এখন রাজসাক্ষী

ওয়েব ডেস্ক: শিনা বোরা হত্যা মামলায় ইন্দ্রাণী মুখার্জির এক অধস্তন কর্মীকে সাক্ষী করতে চায় মুম্বই পুলিস। পুলিস জানতে পেরেছে, ইন্দ্রাণীর নির্দেশে শিনার খুনের পর শিনার নামে ভুয়ো রেজিগনেশন লেটার তৈরি করেন তিনি। ইন্দ্রাণীর পাঠানো স্যাম্পেল দেখে শিনার সই নকল করেন ওই কর্মী।

শিনার অফিসে দেওয়ার জন্য জাল রেজিগনেশন লেটারই শুধু নয়, শিনার বাড়ির এগ্রিমেন্ট বাতিলের জন্যও ইন্দ্রাণীর নির্দেশে সই জাল করেন তিনি। ইন্দ্রাণীর সঙ্গে ওই কর্মীর এই সংক্রান্ত ২১টি ই-মেলের খোঁজ পেয়েছে পুলিস। পুলিসের হাতে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। খুনের পর শিনার দেহ গাড়ির পিছনের সিটে বসিয়ে রায়গড়ের জঙ্গলে নিয়ে যান ইন্দ্রাণী ও তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না। মৃতদেহ বলে কারও যাতে সন্দেহ না হয় সে জন্য দুজনের মাঝে শিনার দেহটিকে বসিয়ে নিয়ে যান তাঁরা।  

.