'কেরালার পরিস্থিতি দেশের জন্য সমস্যা', স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার BJP-র
তিনি বলেন সিপিআই(এম) নেতারা রাজ্য পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: রবিবার কেরালা বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন বলেছেন যে কেরালার পরিস্থিতি দেশের জন্য সমস্যাজনক এবং বিজেপি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবে।
পালাক্কাডে নিহত আরএসএস নেতা শ্রীনিবাসনের শেষকৃত্যে যোগ দেওয়ার পর সাংবাদিকদের এই৮ কথা বলেন তিনি।
উল্লেখ্য যে পালাক্কাডের মেলামুরিতে নিহত আরএসএস নেতার অফিসে ঢুকে তাকে খুন করার অভিযোগ উঠেছে ইসলামপন্থী সংগঠন এসডিপিআই-এর কর্মীদের বিরুদ্ধে।
সুরেন্দ্রন বলেন যে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন। শাহ ২৯ এপ্রিল কেরালা সফর করবেন।
আরও পড়ুন: Covid 19: চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউয়ের ভয়, দিল্লিতে একদিনে সংক্রমণ ৫১৭
বিজেপি নেতা আরও বলেন যে কেরালার রাজ্যপাল ইসলামপন্থী সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করেন। তিনি আরও বলেন সিপিআই(এম) নেতারা রাজ্য পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দিয়েছে।।
তিনি বলেন যে পালাক্কাড, আলাপুঝা এবং ভায়ালারে আরএসএস, বিজেপি কর্মীদের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলির সঙ্গে ইসলামি সন্ত্রাসবাদীরা যুক্ত। কেরালা হাইকোর্ট আরএসএস কর্মী সঞ্জিত হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।