'ওরা কৃষক নন, গুন্ডা',যন্তরমন্তরে আন্দোলনকারী কৃষকদের নিশানা মীনাক্ষী লেখির
বৃহস্পতিবার যন্তমন্তরে তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন কয়েকশো কৃষক
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ কিছুটা কমতেই ফের দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছেন আন্দোলনকারী কৃষকরা। সেইসব কৃষকদের গুন্ডা বলে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি।
আরও পড়ুন-বাঁচতে দুটো রাস্তা, ফোন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও অথবা শ্রাদ্ধ করে বাদ দাও: Mamata
Hooligans are the ones who have nothing. It is wrong to make such remarks for farmers. We are farmers, not hooligans. Farmers are 'anndatas' of the land: Rakesh Tikait, BKU leader, on Mos MEA Meenakashi Lekhi's comment pic.twitter.com/ywMVap5jg7
— ANI (@ANI) July 22, 2021
They are not farmers, they are hooligans... These are criminal acts. What happened on January 26 was also shameful criminals activities. Opposition promoted such activities: Union Minister Meenakshi Lekhi on alleged attack on a media person at 'Farmers' Parliament' today pic.twitter.com/72OARBh1n0
— ANI (@ANI) July 22, 2021
নতুন ৩ কৃষি আইন প্রত্যহারের দাবিতে যন্তরমন্তরে কিষাণ সাংসদের আয়োজন করেছে কৃষকরা। ওই সমাবেশে এক সাংবাদিককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এনিয়েই মীনাক্ষী লেখি বলেন, ওরা কৃষক নয়, ওরা গুন্ডা। গত ২৬ জানুয়ারি দিল্লিতে যা হয়েছিল তা অত্যন্ত লজ্জাজনক ও অপরাধমূলক কাজ।
এনিয়ে পাল্টা মন্তব্য করেছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত। তিনি বলেন, মীনাক্ষীর ওই মন্তব্য দেশের ৮০ কোটি অন্নদাতার অপমান। গুন্ডা তারাই যাদের কিছু নেই। আমরা কৃষক, কোনও গুন্ডা নই। আমরা যদি গুন্ডা হই তাহলে মীনাক্ষীজি কৃষকদের ফলানো ফসল খাওয়া বন্ধ করে দিন। আমরা ওঁর মন্তব্যের নিন্দা করছি।
আরও পড়ুন-শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তোড়জোড়, আনা হচ্ছে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব!
উল্লেখ্য, বৃহস্পতিবার যন্তমন্তরে তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন কয়েকশো কৃষক। এনিয়ে এবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে সরকার। এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)