যারা দেশ লুঠছে, তাদেরকে সঠিক জায়গাতেই পাঠানো হবে: প্রধানমন্ত্রী

সরকারের প্রথম ১০০ দিনে যা দেখলেন তা তো শুধু ট্রেলার ছিল ৷ পুরো ছবি আসতে এখনও বাকি আছে।

Updated By: Sep 13, 2019, 09:33 AM IST
যারা দেশ লুঠছে, তাদেরকে সঠিক জায়গাতেই পাঠানো হবে:  প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: “সরকারের প্রথম ১০০ দিনে যা দেখলেন তা তো শুধু ট্রেলার ছিল ৷ পুরো ছবি আসতে এখনও বাকি আছে৷” সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে এবার শাখরুখ খানের ডায়লগের ওপরই ভরসা রাখলেন মোদী।

 

ঝাড়খণ্ডের রাঁচিতে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,  সরকারের প্রথম ১০০ দিনে যা দেখলেন তা তো শুধু ট্রেলার ছিল ৷ পুরো ছবি আসতে এখনও বাকি আছে।

তিনি বলেন,  যারা দেশকে লুটেছে, তাদের উচিত শাস্তি দেওয়াই আমাদের সংকল্প৷  তাঁর দাবি, এই সরকারের আগে কখনও দেশে উন্নয়ন এত দ্রুত গতিতে হয়নি৷

 

যদিও বিরোধীরা সরকারের এই ১০০ দিনের সাফল্য মানতে নারাজ ৷ তাঁদের দাবি, দেশে অর্থনৈতিক মন্দা চলছে। বৃদ্ধির হার প্রথম তিন মাসেই ৫ শতাংশ, যা গত ৬ বছরে সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে, দেশে আর্থিক বৃদ্ধির হার লাগাতার আট শতাংশের ওপর থাকতে হবে। কিন্তু তা কমায় বিরোধীরা প্রধানমন্ত্রীর দাবি মানতে নারাজ।

 

Tags:
.