বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে অ্যাপেল অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার
হাইটেক শহর হায়দরাবাদ নয়, বেঙ্গালুরুতেই হতে চলেছে অ্যাপেলের নয়া অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার। ভারতে এসে আজ একথাই জানালেন অ্যাপেল কর্তা টিম কুক। ২০১৭ সালের মধ্যেই এই অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার চালু হয়ে যাবে বলে মনে করছেন তিনি।
ওয়েব ডেক্স : হাইটেক শহর হায়দরাবাদ নয়, বেঙ্গালুরুতেই হতে চলেছে অ্যাপেলের নয়া অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার। ভারতে এসে আজ একথাই জানালেন অ্যাপেল কর্তা টিম কুক। ২০১৭ সালের মধ্যেই এই অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার চালু হয়ে যাবে বলে মনে করছেন তিনি।
গতকালই ভারতে এসেছেন কুক। আজ প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। সেই সঙ্গে এই সংস্থাটি গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও আলোচনা সারার কথা রয়েছে তাঁর।
বেশ কয়েকদিন ধরেই কথা চলছিল ভারতে অ্যাপেলের প্রোডাক্ট ব্যবহারকারীদের জন্য অ্যাপ বানানোর একটি সেন্টার তৈরি করা হবে। ইতিমধধ্যেই তার জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার খরচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। তবে, প্রথমটায় শোনা যাচ্ছিল সেন্টারটি ভারতের হাইটেক সিটি হাযদরাবাদে তৈরি করা হবে।