সরকারি হোমে যৌন নির্যাতনের শিকার শিশুকন্যারা
টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইন্সের সেই রিপোর্ট সামনে আসার পরই জেলা পুলিস নড়েচড়ে বসে। হোমের নামে পকসো আইনে একটি মামলাও দায়ের করে তারা।
নিজস্ব প্রতিবেদন : এবার বিহারে সরকারি হোমে যৌন নিগ্রহের শিকার শিশুরা। এই ঘটনায় হোমের বিরুদ্ধে পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করল টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইন্স।
জানা গেছে, সেবা সংকল্প নামে মুজফ্ফরপুরের ওই সরকারি হোমটিতে বেশ কয়েকজন শিশুকন্যা ছিল। তাদের প্রত্যেকেরই বয়স ১০-এর নীচে। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইন্সের রিপোর্টে উঠে এসেছে, দীর্ঘদিন ধরেই সেখানে আবাসিকদের ওপর যৌন নির্যাতন চালানো হত। বাইরে মুখ খুললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাদের।
টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইন্সের সেই রিপোর্ট সামনে আসার পরই জেলা পুলিস নড়েচড়ে বসে। হোমের নামে পকসো আইনে একটি মামলাও দায়ের করে তারা।
তদন্তে নেমে পুলিস জানতে পারে, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে শিশুদের রাখা হয়। সেই সঙ্গে তাদের ওপর নিয়মিত যৌন নির্যাতনও চালানো হত। এই ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
আরও পড়ুন- আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়!