আসানসোলকাণ্ডের পর রাজ্যপালের নামে রাজনাথের কাছে ‘নালিশ’শাসকদলের

রাজ্যপালের সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে ‘অসন্তোষ’ প্রকাশ করেছে শাসকদল। রাজ্যপাল প্রশাসনে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তাদের। তৃণমূলের আরও অভিযোগ, রাজ্যপাল আসানসোলকাণ্ড নিয়ে অতিসক্রিয়তা দেখাচ্ছেন।

Updated By: Apr 4, 2018, 02:34 PM IST
আসানসোলকাণ্ডের পর রাজ্যপালের নামে রাজনাথের কাছে ‘নালিশ’শাসকদলের

নিজস্ব প্রতিবেদন: আসানসোলকাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ‘নালিশ’করল তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে ২০ জন তৃণমূল সাংসদ রাজনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

আরও পড়ুন:  "যা হয়েছে দুর্ভাগ্যজনক", আসানসোল-রানিগঞ্জ ঘুরে বললেন রাজ্যপাল

রাজ্যপালের সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে ‘অসন্তোষ’ প্রকাশ করেছে শাসকদল। রাজ্যপাল প্রশাসনে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তাদের। তৃণমূলের আরও অভিযোগ, রাজ্যপাল আসানসোলকাণ্ড নিয়ে অতিসক্রিয়তা দেখাচ্ছেন।

আরও পড়ুন, রানিগঞ্জে রাজ্যপালের না যাওয়াই ভালো: নবান্ন

প্রসঙ্গত, রামনবমীর মিছিল নিয়ে আসানসোল-রানিগঞ্জে অশান্তি ছড়ানোর পরই সেখানে যেতে চেয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কিন্তু তাঁর সফরে প্রথমে অনুমতি দিতে চায়নি নবান্ন। সেসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘রাজ্যপালের আসানসোলে না যাওয়াই ভালো।’ মূলত রাজ্যপালের উপস্থিতিতে নতুন করে অশান্তি মাথাচাড়া দিতে পারে, সেই আশঙ্কা থেকেই এই পরামর্শ বলে নবান্ন সূত্রে খবর। যদিও কয়েকদিন পরই আসানসোল-রানিগঞ্জে গিয়েছিলেন রাজ্যপাল। তাতেই ‘অসন্তুষ্ট’ শাসকদল।

.