'বিক্ষুব্ধ' ৫ সাধুকে নিজের মন্ত্রিসভায় ঠাই দিলেন শিবরাজ সিং চৌহান
সম্প্রতি নর্মদা তীরে বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে রাজ্য সরকারর বিরুদ্ধে মিছিল বের করা কথা ঘোষণা করেন ওই সাধুরা। শুধু তাই নয়, রাজ্যের প্রধান সচিবালয়ের সামনেও ধরনার হুমকি দেন
নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই যাঁরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রবলভাবে সরব ছিলেন তারাই হয়ে গেলেন মন্ত্রী। কোনও বিরোধী দলের নেতা নয়, সাধুদেরই সংসদের দোরগোড়ায় নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ৫ জন সাধুকে মন্ত্রী বানালেন তিনি।
নর্মদা নদীকে বাঁচাতে বেশকিছু দিন ধরেই কাজ করছিলেন ওই ৫ সাধু। নর্মদার তীরে বৃক্ষ রোপন নিয়ে শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে সরব ছিলেন নর্মদানন্দ, হরিহরানন্দ, কম্পিউটার বাবা, ভাউজি মহারাজ ও যোগেন্দ্র মহন্ত নামে ৫ সাধু। এদেরই এবার প্রতিমন্ত্রী করলেন শিবরাজ সিং চৌহান।
We thank the govt on behalf of the 'sadhu' community for showing trust in us, we will try our best to work for welfare of the society: Computer Baba, on being granted Minister of State rank by #MadhyaPradesh govt. pic.twitter.com/wfKXmaroGL
— ANI (@ANI) April 4, 2018
রাজ্য সরকারের ওই ঘোষণা শুনে কম্পিউটার মহারাজ সংবাদ মাধ্যমে বলেন, "সরকার সাধুদের উপরে আস্থা রাখছে এটা ভাল লক্ষণ। সমাজের সেবার জন্য আমরা আমাদের সাধ্যমতো কাজ করব।"
সম্প্রতি নর্মদা তীরে বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে রাজ্য সরকারর বিরুদ্ধে মিছিল বের করা কথা ঘোষণা করেন ওই সাধুরা। শুধু তাই নয়, রাজ্যের প্রধান সচিবালয়ের সামনেও ধরনার হুমকি দেন। তার পরেই সরকারের এই সিদ্ধান্ত।
আরও পড়ুন-একই সঙ্গে বিষ খেলেন মা ও দুই ছেলে, যাদবপুরের ঘটনায় সূত্র খুঁজছে পুলিস
এ বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে ব্যাপম কেলেঙ্কারি সহ অন্যান্য ইস্যু ফের চাগাড় দিয়ে উঠতে পারে। এর মধ্যেই নর্মদা ইস্যু দানা বাঁধছিল। সেটাই সমূলে বিনাশ করলেন শিবরাজ সিং। এমনটাই মনে করছে কংগ্রেস।
রাজ্য কংগ্রেসের মুখপাত্র পঙ্কজ চর্তুবেদী সংবাদমাধ্যমে বলে, ‘এ সব শিবরাজ সিংয়ের গিমিক ছাড়া আর কিছুই নয়। নিজের পাপ ধোওয়ার জন্য এ সব করছেন মুখ্যমন্ত্রী। নর্মদার তীরে ৬ কোটি গাছ রোপনের কথা ছিল। সেখোনেই ঘোটালা। ওইসব সাধুদের উচিত গাছ রোপন হয়েছে কিনা তা দেখা।’