সাত কেন্দ্রের কোভিড সংক্রমণ কম, দ্রুত হোক উপনির্বাচন, কমিশনে গিয়ে জানাল TMC

উৎসবের মরসুমের আগে বাংলায় বকেয়া উপভোট সেরে ফেলতে চাইছে শাসক দল। 

Updated By: Aug 26, 2021, 08:35 PM IST
সাত কেন্দ্রের কোভিড সংক্রমণ কম, দ্রুত হোক উপনির্বাচন, কমিশনে গিয়ে জানাল TMC

নিজস্ব প্রতিবেদন: বাংলায় কোভিড সংক্রমণ (Covid-19) কমে গিয়েছে। দ্রুত উপনির্বাচন হোক। বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে গিয়ে এই দাবি করল পাঁচ সাংসদের তৃণমূলের প্রতিনিধি দল।         

উৎসবের মরসুমের আগে বাংলায় বকেয়া উপভোট সেরে ফেলতে চাইছে শাসক দল। সেজন্য গত ১৫ জুলাই দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছিলেন দলনেতা সুদীপ মুখোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূলের প্রতিনিধিরা। ৬ অগাস্ট কলকাতা-স্থিত অফিসে যান পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ৫ সাংসদের দল যায় দিল্লির নির্বাচন কমিশনের অফিসে। তৃণমূলের (TMC) দাবি, নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাজ হল ভোট করানো, বাধা দেওয়া নয়। দরকারে দু'দফায় ভোট হতে পারে।

তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন,'বাংলায় কোভিড সংক্রমণ নিম্নগামী। আমরা ৭ কেন্দ্রের কোভিড পরিসংখ্য়ান দিয়েছি। সেখানে করোনা অনেক কম। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব ভোটগ্রহণ করা হোক।' 

এখনই নির্বাচন চায় না বিজেপি (BJP)। আট দফা কারণ দেখিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছে তারা। দিলীপ ঘোষের বক্তব্য, কোভিড পরিস্থিতিতে উপনির্বাচন করা ঠিক নয়। এনিয়ে সৌগতর প্রতিক্রিয়া,'নির্বাচন কমিশন প্রতি মাসে সাত কেন্দ্রের জেলাগুলির সংক্রমণ রিপোর্ট সংগ্রহ করছে। বিজেপির দাবি অবাস্তব। উপনির্বাচন হলে সব জায়গায় হারবে। হারের কলঙ্ক নিতে চায় না ওরা। তাই নির্বাচন এড়ানোর চেষ্টা করছে।' 

রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার বাকি। নন্দীগ্রামে মমতা হেরে যাওয়ায় সাংবিধানিক নিয়ম মেনে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। সোমবার তিনি বলেছিলেন,'কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। মানুষের জনপ্রতিনিধি বেছে নেওয়ার অধিকার আছে। আমি নির্বাচন কমিশনের কাছে দ্রুত ভোটের অনুরোধ করব।'  

আরও পড়ুন- Mamata: ডাক্তারদের অভাব পূরণ করতে প্র্যাকটিশনার সিস্টার, নার্সদের পদোন্নতির বড় ঘোষণা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.