কালো টাকা ইস্যু: বিজেপিকে ঠুকতে গিয়ে নিজেই কোণঠাসা তৃণমূল

Updated By: Nov 26, 2014, 11:22 PM IST
কালো টাকা ইস্যু: বিজেপিকে ঠুকতে গিয়ে নিজেই কোণঠাসা তৃণমূল

কালো টাকা ইস্যুতে সংসদে বিজেপিকে কোণঠাসা করার কৌশল ব্যুমেরাং হয়ে ফিরে এল তৃণমূল শিবিরে। সারদা কেলেঙ্কারি নিয়ে লোকসভায় তৃণমূলকে তুলোধনা করলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাবে জমে উঠল তরজা।

বিজেপির বিরুদ্ধে একজোট হতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলকে আহ্বান জানান তিনি।সৃঞ্জয় বসুর গ্রেফতারের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এ বার প্রত্যাঘাতের পালা। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই প্রশ্নোত্তর পর্ব মুলতুবি রেখে বিদেশ থেকে কালো টাকা ফেরানো নিয়ে আলোচনার দাবি জানায় তৃণমূল। বুধবার লোকসভা ও রাজ্যসভায় কালো টাকা ইস্যুতে বিতর্কে অংশ নেন সাংসদরা।

লোকসভায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর দেশের মাটিতে কালো টাকার লেনদেনের কথা বলতে গিয়ে টেনে আনেন সারদা প্রসঙ্গ। সুদীপ্ত সেনের মুখ্যমন্ত্রীর ছবি কেনা থেকে শুরু করে কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু সহ সারদা-কাণ্ডে অভিযুক্ত অন্য তৃণমূল নেতাদের নাম করে কড়া আক্রমণ করেন তিনি। তৃণমূল সাংসদের সঙ্গে জামাতের যোগাযোগের অভিযোগও করেন হামিরপুরের সাংসদ।

অনুরাগ ঠাকুরের পরই বলতে উঠে তাঁকে পাল্টা জবাব দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কালো টাকা নিয়ে আলোচনার দাবিতে সহমত হওয়ার জন্য সোনিয়া গান্ধী, মুলায়ম সিং যাদব, শরদ যাদবদের ধন্যবাদ জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় দাঁড়িয়ে বিজেপি-বিরোধী জোট গড়ার কথা বললেও চাপের মুখে সংসদে সারদা নিয়ে আলোচনায় তাঁরা রাজি বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

 

 

 

.