গরিব মানুষদের দারিদ্র মুক্ত করতে Swami Vivekananda-র পথেই চলছে ভারত: Modi
স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'দেশ নিয়ে স্বামী বিবেকানন্দের একটি বিরাট স্বপ্ন ছিল। কারণ তাঁর বিপুল ভরসা ছিল দেশের তরুণদের উপরে
নিজস্ব প্রতিবেদন: দেশে থেকে দারিদ্র দূরীকরণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত মাসিক পত্রিকা 'প্রবুদ্ধ ভারত'-এর ১২৫তম প্রতিষ্ঠা দিবসে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার প্রবুদ্ধ ভারতের প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'দেশের গরিব মানুষদের দারিদ্র থেকে বের করে আনতে স্বামী বিবেকানন্দের পথেই হাঁটছে ভারত। বিবেকানন্দজি(Swami Vivekananda) চাইতেন দেশের গরিব মানুষদের হাতে ক্ষমতা দেওয়া হোক। দেশের বিশাল সংখ্যক এই গরিব জনগণের চোখ খুলে দিতে হবে। দারিদ্রের নাগপাশ থেকে বেরিয়ে আসতে তাদের বিভিন্ন ধরনের রাস্তা দেখাতে হবে। তা হলেই তারা নিজেরাই নিজেদের উন্নতি করতে পারবে।'
আরও পড়ুন-কৃষক বিক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার তৃণমূলের
সাধারণ মানুষের ঘরে সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দেওয়া প্রসঙ্গে কেন্দ্রের একাধিক প্রকল্পের কথা টেনে আনেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই জন ধন যোজনা, জিরো ব্যালান্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বিষয়টি উঠে আসে।
প্রধানমন্ত্রী(Narendra Modi) বলেন, 'গরিব মানুষদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তহলে ব্যাঙ্ককেই গরিব মানুষের ঘরে যেতে হবে। এটাই করেছে কেন্দ্রের জন ধন যোজনা। গরির মানুষের বিমা না থাকলে তাহলে তাদের কাছে বিমার সুবিধে পৌঁছে দিতে হবে। এ জন্যই জন সুরক্ষা যোজনা চালু করা হয়েছে। গরিব মানুষের স্বাস্থ্য বিমা না থাকলে তাদের কাছে তার সুবিধে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যেই চালু করা হয়েছে আয়ূষ্মান ভারত প্রকল্প। দেশের প্রতিটি কোণে কোণে রাস্তা, বিদ্যুত, শিক্ষা ও ইন্টারনেট পৌঁছে দেওয়া হচ্ছে। এতে উপকৃত হচ্ছে গরিব মানুষ। এভাবেই সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে।'
আরও পড়ুন-গরিবের প্রতি এত অন্যায় কেন করলেন দিদি? : স্মৃতি ইরানি
স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'দেশ নিয়ে স্বামী বিবেকানন্দের একটি বিরাট স্বপ্ন ছিল। কারণ তাঁর বিপুল ভরসা ছিল দেশের তরুণদের উপরে। উনি দেশের তরুণদের পাওয়ার হাউস হিসেবেই দেখতেন। তিনি বলতেন, আমাকে মাত্রা ১০০ জন প্রতিভাবান তরুণকে দিন। এই দেশ আমি বদলে দেব।'