অগ্নিগর্ভ রাজধানীতে আজ পৌছচ্ছেন 'বাংলার অগ্নিকন্যা'

নোট কাণ্ডে অগ্নিগর্ভ রাজধানীতে আজই পৌছচ্ছেন 'বাংলার অগ্নিকন্যা'। নোট নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধী দলগুলি। গুলাম নবি আজাদের কক্ষে বৈঠকে বসেছে সমস্ত বিরোধী দলগুলি। রাষ্ট্রপতির কাছে যাওয়ার দিনক্ষণ ঠিক করা, নোট ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলার রণকৌশল, সবই ঠিক হবে আজকের বৈঠকে। কাল সংসদ চত্বরে একসঙ্গে ধর্নায় বসবে সবকটি বিরোধী দল।   

Updated By: Nov 22, 2016, 11:00 AM IST
অগ্নিগর্ভ রাজধানীতে আজ পৌছচ্ছেন 'বাংলার অগ্নিকন্যা'

ওয়েব ডেস্ক: নোট কাণ্ডে অগ্নিগর্ভ রাজধানীতে আজই পৌছচ্ছেন 'বাংলার অগ্নিকন্যা'। নোট নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধী দলগুলি। গুলাম নবি আজাদের কক্ষে বৈঠকে বসেছে সমস্ত বিরোধী দলগুলি। রাষ্ট্রপতির কাছে যাওয়ার দিনক্ষণ ঠিক করা, নোট ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলার রণকৌশল, সবই ঠিক হবে আজকের বৈঠকে। কাল সংসদ চত্বরে একসঙ্গে ধর্নায় বসবে সবকটি বিরোধী দল।   

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনামাফিক নয়া স্ট্রাটেজি ভাষা বদল

এদিকে, আগামিকাল যন্তরমন্তরে মমতার ধরনা। ধরনায় যোগ দেওয়ার জন্য সব বিরোধী দলকেই আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মনে করা হচ্ছে, নোট বাতিল নিয়ে আজ তোলপাড় হবে সংসদ। পরস্পরকে তীব্র আক্রমণ করতে সরকার ও বিরোধী দুপক্ষই তৈরি। বুধবার পর্যন্ত রাজ্যসভার সব সাংসদকে হাজির থাকতে বলে হুইপ জারি করেছে বিজেপি সংসদীয় দল। লোকসভা ও রাজ্যসভার প্রত্যেক সাংসদকে গোটা সপ্তাহ হাজির থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। হুইপ জারি করেছে বিজেপিও।

আরও পড়ুন-  চিটফান্ড কেলেঙ্কারিকে সামনে এনে তৃণমূলকে আক্রমণ বাম-কংগ্রেসের

.