আজ বামেদের বারো ঘণ্টার বাংলা বন্‍ধ

নোট বাতিলের প্রতিবাদে আজ বামেদের বারো ঘণ্টার বাংলা বন্‍ধ। এরাজ্য ছাড়াও ত্রিপুরা ও কেরলে বন্‍ধ ডেকেছে বামেরা। তাদের দাবি, মানুষের যে দুর্ভোগ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তা একমাত্র বন্‍ধই। অন্যদিকে মৌলালিতে সভা করা ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় মিছিল করবেন বাম দলের সমর্থকরা।

Updated By: Nov 28, 2016, 09:16 AM IST
আজ বামেদের বারো ঘণ্টার বাংলা বন্‍ধ
প্রতীকী ছবি।

ওয়েব ডেস্ক: নোট বাতিলের প্রতিবাদে আজ বামেদের বারো ঘণ্টার বাংলা বন্‍ধ। এরাজ্য ছাড়াও ত্রিপুরা ও কেরলে বন্‍ধ ডেকেছে বামেরা। তাদের দাবি, মানুষের যে দুর্ভোগ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তা একমাত্র বন্‍ধই। অন্যদিকে মৌলালিতে সভা করা ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় মিছিল করবেন বাম দলের সমর্থকরা।

আরও পড়ুন- ফের উড়ালপুল বিপর্যয়, পোস্তার স্মৃতি উসকে দিল মগরার ঘটনা

বন্‍ধকে সমর্থন করছে না কংগ্রেস। মানুষের দুর্ভোগের মাঝে বন্‍ধ কোনও সমাধান নয়। আগেই জানিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। নিজের মতো করে আক্রোশ দিবস পালন করবে কংগ্রেস। দুপুর দুটোয় বিধানভবন থেকে মিছিল শুরু করবে তারা। শেষ হবে পার্ক সার্কাস মোড়ে। সেখানেই তাদের প্রতিবাদ সভা। জেলায় জেলায় ও ব্লকে মিছিল করবেন কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন- জানুন কীভাবে বন্ধুদের পাঠানো হোয়াটস অ্যাপ মেসেজ থেকে আপনি বিপদে পড়তে পারেন

.