ওড়িশায় গ্রেফতার হলেন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডা
ওড়িশার মোস্ট ওয়ান্টেড অন্যতম শীর্ষ স্থানীয় মাওবাদী নেতা সব্যসাচী পান্ডাকে গ্রেফতার করল পুলিস।
ভুবনেশ্বর: ওড়িশার মোস্ট ওয়ান্টেড অন্যতম শীর্ষ স্থানীয় মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডাকে গ্রেফতার করল পুলিস।
সূত্রে খবর, ওড়িশার গঞ্জাম জেলা থেকে শুক্রবার রাজ্য পুলিস গ্রেফতার করে সব্যসাচীকে।
ওড়িশা পুলিসের ডিরেক্টর জেনেরাল সঞ্জীব মারিক জানিয়েছেন পুলিসে তল্লাসির সময় আটক করা হয় সব্যসাচী পণ্ডাকে।
২০১২ সালে দুই ইতালিয়ানকে অপহরণের মূল চক্রী হিসাবে প্রথমবার খবরের শিরোনামে আসেন সব্যসাচী। এরপরেই সিপিআই (মাওবাদী)-র তরফ থেকে তাঁকে বহিষ্কৃত করা হয়।
এছাড়াও ৫০টি ক্রিমিনাল মামলা চলছে এই মাওবাদী নেতার বিরুদ্ধে। ২০০৮ সালে স্বামী লক্ষ্মণানন্দ সরস্বতী ও তাঁর ৪ শিষ্যকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সব্যসাচী। এই ঘটনা কান্ধামাল জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছিল।
কিছুদিন আগেই সব্যসাচী পণ্ডা কম্যুউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সিস্ট-লেনিনিস্ট-মাওয়িস্ট) নামের এক নতুন পার্টি যোগদান করে। এই দলের লক্ষ্য ছিল সমমনস্ক 'বিপ্লবী'-দের এক ছাতার তলায় আনা।