'১৪ মাস আমার উপর পশুর মতো অত্যাচার চলেছে', নারকীয় অভিজ্ঞতা ভারতীয় মহিলার

Updated By: Sep 25, 2017, 04:08 PM IST
'১৪ মাস আমার উপর পশুর মতো অত্যাচার চলেছে', নারকীয় অভিজ্ঞতা ভারতীয় মহিলার

ওয়েব ডেস্ক:   বিরাট মাইনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর.. ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এখনও আতঙ্ক চোখেমুখে ফুটে ওঠে যুবতীর। ১৪ মাস কার্যত 'ক্রীতদাসী' বানিয়ে রাখা হয়েছিল তাঁকে। পশুর মতো আচরণ করা হয়েছিল তাঁর সঙ্গে। সৌদি আরবে সেই নারকীয় জীবনের ফাঁদ থেকে মুক্তি পেয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন কর্ণাটকের যুবতী।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চাকরি খুঁজছিলেন ওই মহিলা। সেই সূত্রে মুম্বইয়ের একটি প্লেসমেন্ট এজেন্সির সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ওই এজেন্সিই তাঁকে মোটা মাইনের চাকরি প্রলোভন দেখিয়ে কাতারে যাওয়ার প্রস্তাব দেয়। তাতে রাজি হন যুবতী। প্রথমে তাঁকে কাতার নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরবের বন্দর শহর ইয়ানবুতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ক্রীতদাসী বানিয়ে রাখা হয় বলে অভিযোগ। প্রাসাদের সমস্ত কাজ করানো হত তাঁকে দিয়ে। এরপর মালিকের সেবা করতে হত। বাড়িতে আটকে রাখা হত৷ বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না৷ পালানোর চেষ্টা করল পুলিশ তাকে ধরে ফেলে এবং ফের বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় ৷ এরপর থেকে তার উপর আরও অত্যাচার বেড়ে যায় ৷ শেষ পর্যন্ত এক মানবাধিকার সংগঠনের খোঁজ পান ওই যুবতী। তাদের সাহায্যে তিনি কর্ণাটকে নিজের বাড়িতে ফিরতে পারেন। এই ঘটনা থেকে বর্তমান প্রজন্মর শিক্ষা নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন তদন্তকারীরা। যে সংস্থার হাত ধরে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন, সেই সংস্থার সদস্যদের গ্রেফতারের দাবি তুলেছেন যুবতী। 

.