খুনের আসামী মাওবাদী ঝাড়খণ্ডে তৃণমূলের প্রার্থী
মাওবাদী হামলা সংক্রান্ত ৫৩ টি মামলা। খুন করেছেন ১৭ জন নিরাপত্তারক্ষীকে। আর এইসব অভিযোগে জেল খেটেছেন টানা পাঁচবছর। এবার তিনিই ঝাড়খন্ডে তৃণমূলের প্রার্থী। কামেশ্বর বৈঠা।
মাওবাদী হামলা সংক্রান্ত ৫৩ টি মামলা। খুন করেছেন ১৭ জন নিরাপত্তারক্ষীকে। আর এইসব অভিযোগে জেল খেটেছেন টানা পাঁচবছর। এবার তিনিই ঝাড়খন্ডে তৃণমূলের প্রার্থী। কামেশ্বর বৈঠা।
আজ থেকে ছয় সাত বছর আগেও ঝাড়খন্ডে কোনও মাওবাদী হামলা হলে যার নাম বারবার সামনে উঠে আসত তিনি হলেন কামেশ্বর বৈঠা। এই কট্টর মাওবাদীর ভয়ে এক সময়ে কুঁকড়ে থাকত বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশের একাধিক মাওবাদী প্রভাবিত এলাকা। তিপ্পান্নটা মামলা রয়েছেকামেশ্বর বৈঠার বিরুদ্ধে। কী ধরণের মামলা? এর মধ্যে রয়েছে ১৭টি খুন। অভিযোগ সতেরোজন পুলিসকর্মীকে নির্বিচারে খুন করেছিলেন এই কামেশ্বর বৈঠা। ল্যান্ডমাইন বিস্ফোরণেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। পুলিস রেকর্ড থেকে জানা যায়, গোটা দেশে মাওবাদী কার্যকলাপে ল্যান্ডমাইন তৈরির পিছনে এই কামেশ্বর বৈঠার একটা বড় অবদান রয়েছে। একসময় তাঁর মাথার দাম উঠেছিল সাত লক্ষ টাকা। শেষপর্যন্ত অবশ্য পুলিসের জালে ধরা পড়ে যান মাওবাদী কমান্ডার ইন চিফ। জেলে বসেই ঝাড়খন্ড মুক্তি মোর্চার টিকিটে সাংসদ নির্বাচিত হন তিনি। বলা হয় সেবারের ভোটও হয়েছিল বন্দুকের নল দেখিয়েই। এরপর অবশ্য ঝাড়খন্ড পার্টি এই কুখ্যাত মাওবাদীকে টিকিট দিতে রাজি হয়নি। কারণ, তারা মনে করছে, এরকম ব্যক্তিকে টিকিট দিলে তার প্রভাব দলের ওপর পড়বে। শেষপর্যন্ত অবশ্য বিজেপির দরজায় কিছুদিন ঘুরে নতুন একটি দল পেয়ে গিয়েছেন কামেশ্বর বৈঠা।
পালামৌ থেকে এবারের তৃণমূল প্রার্থী কামেশ্বর বৈঠা। মুকুল রায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কথা বলে প্রার্থী করেছেন। তৃণমূল শিবিরের বিশ্বাস, এবারও ঝাড়খন্ডে একজনও যদি তাদের সাংসদ জেতেন, তিনি হবেন এক্স মাওবাদী কমান্ডার ইন চিফ কামেস্বর বৈঠা।