Tripura TMC: ত্রিপুরায় ফের ধাক্কা! এবার দল ছাড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি...

কংগ্রেসের রাজ্য সভাপতি ছিলেন পীষূষকান্তি বিশ্বাস। রপর ডিসেম্বর যখন তৃণমূলে যোগ দেন, তখন দলের রাজ্য সভাপতির দায়িত্ব পান তিনি। 

Updated By: Jul 25, 2023, 06:54 PM IST
Tripura TMC:  ত্রিপুরায় ফের ধাক্কা! এবার দল ছাড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ত্রিপুরায় ফের ভাঙন তৃণমূলে। স্রেফ পদ নয়, দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিলেন রাজ্য সভাপতি পীষূষকান্তি বিশ্বাস। নিজের সিদ্ধান্ত জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Manipur Violence: আলোচনা হোক; সরকার ভয় পায় না, বিভীষিকার মণিপুর নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ শাহর

পেশায় আইনজীবী। ত্রিপুরার রাজনীতিতে হেভিওয়েট নেতা হিসেবেই পরিচিত পীষূষকান্তি বিশ্বাস। কংগ্রেসের রাজ্য সভাপতি ছিলেন তিনি। এরপর ডিসেম্বর যখন তৃণমূলে যোগ দেন, তখন দলের রাজ্য সভাপতির দায়িত্ব পান পীষূষ। শুধু তাই নয়, প্রাক্তন এই কংগ্রেস নেতার নেতৃত্বেই ফ্রেরুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা ভোটে লড়েছিল এ রাজ্যের শাসকদল। ৬০ আসনের বিধানসভার ২৮টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। সবকটি আসনেই অবশ্য জামানত জব্দ হয়ে গিয়েছিল তৃণমূল প্রার্থীদের।

ব্যবধান মাস পাঁচেকের। ত্রিপুরায় বিধানসভা ভোটের পর এবার তৃণমূল ছাড়লেন সেই পীষূষকান্তি বিশ্বাস। কেন? সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি। এবার কি তাহলে বিজেপিতে? জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। 

এর আগে, চলতি মাসেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি আশিস লাল সিং।  গত বছর দল ছাড়েন   রাজ্য কমিটির সহ সভাপতি আবদুল বাসিত খানও।

আরও পড়ুন: Modi's India Comment: মণিপুরের কথা বলছি আমরা, উনি বলছেন ইন্ডিয়া মানে ইস্ট ইন্ডিয়া! সংসদে তোলপাড় কংগ্রেসের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.