বেশি মাল চাপানোয় ১.৪১ লাখ টাকা জরিমানা, মাথায় হাত ট্রাক মালিকের

নতুন ট্রাফিক আইন লাগু হওয়ার পর একের পর এক মোটা টাকা জরিমানা করার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে

Updated By: Sep 11, 2019, 12:52 PM IST
বেশি মাল চাপানোয় ১.৪১ লাখ টাকা জরিমানা, মাথায় হাত ট্রাক মালিকের

নিজস্ব প্রতিবেদন: গত ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ বাদে দেশজুড়ে চালু হয়েছে নতুন ট্রাফিক আইন। আইন ভাঙলেই করা হচ্ছে মোটা টাকা জরিমানা। আর এতেই মাথা ঘুরে যাওয়ার জোগাড় গাড়ি মালিকদের।

আরও পড়ুন-ডুয়াল রিয়ার ক্যামেরা, সেলফিতে স্লো মো ভিডিয়ো রেকর্ডিং! লঞ্চ হল iPhone 11

নির্দিষ্ট ওজনের থেকে বেশি মাল চাপিয়ে নিয়ে যাওয়ার সময় গত ৫ সেপ্টেম্বর দিল্লিতে পুলিসের সামনে পড়ে গেল একটি ট্রাক। আর যায় কোথায়! ট্রাকটিকে ১ লাখ ৪১ হাজার ৭০০ টাকা জরিমানা করলেন কর্তব্যরত ট্রাফিক পুলিস।

বিপুল টাকার ওই চালান হাতে পেয়ে মাথায় হাত ট্রাক মালিক ভগবান রামের। কিন্তু করার কিচ্ছু নেই। সোমবার দিল্লির রোহিনীর আদালতে এসে পুরো টাকাটাই জমা দিয়ে গিয়েছেন রাজস্থানের ওই ব্যক্তি।

বিপুল টাকা ওই জরিমানায় ক্ষুব্ধ ট্রাক মালিক সংগঠন। তাদের বক্তব্য, আইন ভাঙার পক্ষে নই। কিন্তু জরিমানার অঙ্ক এত কেন!

আরও পড়ুন-কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত JMB মডিউলের সদস্যরা? STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

নতুন ট্রাফিক আইন লাগু হওয়ার পর একের পর এক মোটা টাকা জরিমানা করার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। গত সোমবার হরিয়ানবার রেওয়ারিতে এক ট্রাক মালিককে ১ লাখ ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। মদ খেয়ে গাড়ি চালানোর জন্যে গত বৃহস্পতিবার গুরুগ্রামে একজন ট্রলি চালককে ৫৯,০০০ টাকা জরিমানা করা হয়। ৩ সেপ্টেম্বর ওড়িশার সম্বলপুরে একজন ট্রাক চালককে জরিমানা করা হয় ৮৬০০০ টাকা।  

.