রাহুলের 'চিট-শিট' নিয়ে টুইটারে হাসির ফোয়ারা

অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি হয়ে গিয়েছে সংসদের বাদল অধিবেশন। তবে তাতে কী! এবারের বাদল অধিবেশন নতুন রূপে আবিষ্কার করেছে রাহুল গান্ধী। হ্যান্ডসাম, লাজুক, নম্র রাহুল গান্ধী নিজের ইমেজ ছেড়ে বেরিয়ে এসেছেন। দেখিয়ে দিয়েছেন তাতিয়ে দিলে তিনিও কম যান না। ললিতগেট ইস্যুতে সুষমা স্বরাজকে একহাত নিয়েছেন। চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছেন গান্ধীজীকে তিন বান্দর প্রসঙ্গেরও।

Updated By: Aug 13, 2015, 04:41 PM IST
রাহুলের 'চিট-শিট' নিয়ে টুইটারে হাসির ফোয়ারা
photo: twitter

ওয়েব ডেস্ক: অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি হয়ে গিয়েছে সংসদের বাদল অধিবেশন। তবে তাতে কী! এবারের বাদল অধিবেশন নতুন রূপে আবিষ্কার করেছে রাহুল গান্ধী। হ্যান্ডসাম, লাজুক, নম্র রাহুল গান্ধী নিজের ইমেজ ছেড়ে বেরিয়ে এসেছেন। দেখিয়ে দিয়েছেন তাতিয়ে দিলে তিনিও কম যান না। ললিতগেট ইস্যুতে সুষমা স্বরাজকে একহাত নিয়েছেন। গত লোকসভা ভোটে দলের বিপর্যের পর রাহুলকে বলা হয়েছিল, তিনি বড্ড মুখচোরা, জোর গলায় কিছু বলতে পারেন না। রাহুলের বক্তৃতাও নাকি বেশ একঘেঁয়ে। মোদীর সঙ্গে রাহুল নাকি এই সব জায়গাতে পিছিয়েই হেরেছেন। সেই রাহুল বিরোধী হয়েই অন্যরকম। চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছেন গান্ধীজীকে তিন বান্দর প্রসঙ্গেরও।

হাতে বক্তৃতার নোট নিয়ে ঘুরছিলেন রাহুল। সেখান থেকে পড়ে শোনান, গান্ধীজীকে তিন বান্দর কেহতে হ্যায়-বুড়া মত দেখো, বুড়া মত সোচো, বুড়া মত বোলো। মোদীজীকে তিন নয়ে বান্দর হ্যায়, উনকা কহেনা হ্যায়-সচ মত দেখো, সচ মত শুনো, সচ মত বোলো। রাহুলের হাতের সেই নোটার খাতাই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়। সংসদে পোড় খাওয়া, দুর্মুখ বর্ষীয়ান নেতাদের জবাব দিতে বেচারা রাহুলকে ঘুরতে হচ্ছে নোটের খাতা নিয়ে। এমনই সব কৌতূকের খোঁচা নিয়ে এখন তৈরি টুইটার। কেউ আবার বলেছেন পরীক্ষার আগে যেমন পড়ুয়ারা নোটের খাতা নিয়ে ঘোরেন, রাহুলেরও এখন সেই দশা। অনেকে আবার বলেও দিয়েছেন কী রাখতে হবে নোটে, কী বাদ পড়ে গিয়েছে।

দেখুন টুইটার কী বলছে,

নোটের জুম করা ছবিতে ধরা পড়েছে কোন কোন বিষয়ে আক্রমণ করতে হবে মোদীকে। ব্যপম, মোদীগেট...

.