হান্দওরায় টানা ৩ দিন ধরে চলেছে গুলির লড়াই, শহিদ নিরাপত্তা বাহিনীর ৪ জওয়ান
শুক্রবার ভোররাত থেকে হান্দওয়ারা বাবগুন্দ গ্রামে শুরু হয়েছে গুলির লড়াই
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার জেরে তল্লাশির পরও কাশ্মীরে জঙ্গি তত্পরাতার শেষ নেই। কুপওয়ারার হান্দওয়ারায় টানা ৩ দিন ধরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। এখনও পর্যন্ত ওই লড়াইয়ে শহিদ হয়েছেন ২ সিআরপিএফ জওয়ান ও জম্মু-কাশ্মীর পুলিসের ২ কর্মী।
আরও পড়ুন-অকাল বৃষ্টিতে ৫০ শতাংশ আলু নষ্টের আশঙ্কা
শুক্রবার ভোররাত থেকে হান্দওয়ারা বাবগুন্দ গ্রামে শুরু হয়েছে গুলির লড়াই। গোলাগুলির মধ্যে পড়ে এখনও পর্যন্ত এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে কয়েকটি বাড়িও। এখনও চলছে তল্লাশি অভিযান।
The encounter between terrorists and security forces in Babagund, Handwara area enters third day. Two CRPF personnel and two Jammu and Kashmir police personnel have lost their lives so far. Operation underway. pic.twitter.com/D5rIaSC2Tw
— ANI (@ANI) March 3, 2019
এদিন গোলাগুলির মধ্য একটি বাড়িতে চাপা পড়ে যায় কয়েকজন জঙ্গি। তাদের কাছে যেতেই সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। এতেই মৃত্যু হয় ২ জওয়ান ও জম্মু ও কাশ্মীর পুলিসের দুই কনস্টেবলের। আহত হন আরও ৯ নিরাপত্তারক্ষী।
আরও পড়ুন-এয়ার স্ট্রাইকে ধ্বংস জইশের ৪টি জঙ্গি শিবির, প্রমাণ ধরা র্যাডারের ছবিতে
এদিকে, ওই এনকাউন্টারের মধ্যেই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ঘিরে ফেলে এলাকার মানুষজন। শুরু হয় পাথর নিক্ষেপ। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে বেশ কয়েকজন এলাকার যুবক আহত হয়। ওয়াসিম আহমেদ মির নামে এক যুবক গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেল তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।