মন্দিরের বিগ্রহকে সালোয়ার কামিজ পরিয়ে বরখাস্ত পুরোহিত

খবর চাউর হতেই প্রবল হইচই শুরু হয়ে ‌যায় জেলা জুড়ে। ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও

Updated By: Feb 7, 2018, 04:55 PM IST
মন্দিরের বিগ্রহকে সালোয়ার কামিজ পরিয়ে বরখাস্ত পুরোহিত

নিজস্ব প্রতিবেদন: দেবী মূর্তিকে সাজাতে গিয়ে বরখাস্ত দুই পুরোহিত। শুনতে অদ্ভূত লাগলেও এমনটাই হয়েছে তামিলনাড়ুর নাগাপট্টিনম জেলার ময়ূরানাথার মন্দিরে।

প্রত্যেক শুক্রবার ওই মন্দিরে পালন করা হয় সান্ধানা কাপ্পু প্রথা। সপ্তাহের এই দিনে দেবী অবয়মবিগাইকে রঙিন বস্ত্র পরানো হয়। এক্ষেত্রে দেবী মূর্তিকে শাড়িই পারানো হয়েছে এতকাল। এবার এক অদ্ভূত কাণ্ড করে বসলেন ওই দুই পুরোহিত। তাঁরা দেবী মূর্তিকে পারালেন সালোয়ার-কামিজ। সঙ্গে নীল দুপাট্টা। ব্যাস! খবর চাউর হতেই প্রবল হইচই শুরু হয়ে ‌যায় জেলা জুড়ে। ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও।বিখ্যাত ময়ূরানাথার মন্দিরের ওই দুই পুরোহিত পড়ে ‌যান ঘোর বিপদে।

অারও পড়ুন-তৈরি সেনা, মালদ্বীপের রাজনৈতিক সংকট নিরসনে হস্তক্ষেপ করতে পারে ভারত!

মন্দিরটি পরিচালনার ভার রয়েছে থিরুভাভাথুতারাই আহিনাম-এর উপরে। তাদের উপরে চাপ সৃষ্টি করতে থাকেন ভক্তরা। শেষপ‌র্যন্ত দুই পুরোহিতকে বরখাস্ত করতে বাধ্য হয় মন্দির পরিচালন কমিটি।

পরিচালন কমিটির প্রধান এস গণেশন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কোনও কিছু না বুঝেই ওই কাজ করেছেন ২ পুরোহিত। ওঁরা দোষ স্বীকার করেছেন। তার পরেও ভক্তরা ‌যেহেতু এতে প্রবল ক্ষুব্ধ তাই ওই দুই পুরোহিতকে বরখাস্ত করা হয়েছে।

.