ছয় মন্ত্রীর মধ্যেই ভাগ হল মহারাষ্ট্রের সমস্ত দফতর, স্বরাষ্ট্র পেল শিবসেনা, NCP পেল অর্থ

এনসিপির পরিষদীয় দলনেতা জয়ন্ত পাতিল পেয়েছেন অর্থ, আবাসন, জনস্বাস্থ্য আরও ৪টে দফতর। ছগন ভুজওয়াল পেয়েছেন গ্রামোন্নয়ন, জলসম্পদ, সামাজিক ন্যায় ও আরও ৪টে দফতর। 

Updated By: Dec 12, 2019, 08:01 PM IST
ছয় মন্ত্রীর মধ্যেই ভাগ হল মহারাষ্ট্রের সমস্ত দফতর, স্বরাষ্ট্র পেল শিবসেনা, NCP পেল অর্থ

নিজস্ব প্রতিবেদন: মন্ত্রিত্ব ভাগ বাটোয়ারা হল মহারাষ্ট্রে। শিবসেনা পেল স্বরাষ্ট্র ও নগরোন্নয়ন দফতর। সেরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন একনাথ শিন্ডে। অর্থ ও আবাসন দফতর গিয়েছে এনসিপির কাছে। কংগ্রেস পেয়েছে রাজস্ব ও শক্তি দফতর। 

স্বরাষ্ট্র দফতর ছাড়াও একনাথ শিন্ডের কাছে গিয়েছে নগরোন্নয়ন, পরিবেশ, জল সরবরাহ-সহ আরও ৬টি দফতর। আরেক শিবসেনা নেতা সুভাষ দেশাই পেয়েছেন শিল্প, কৃষি, উচ্চ ও কারিগরি শিক্ষা, পরিবহন ও আরও ৮টি দফতর। 

ইন্সটাগ্রামে পোস্ট করা ছবির লোকেশন দেখে যুবককে অপহরণ করে যৌন হেনস্থা

এনসিপির পরিষদীয় দলনেতা জয়ন্ত পাতিল পেয়েছেন অর্থ, আবাসন, জনস্বাস্থ্য আরও ৪টে দফতর। ছগন ভুজওয়াল পেয়েছেন গ্রামোন্নয়ন, জলসম্পদ, সামাজিক ন্যায় ও আরও ৪টে দফতর। 

প্রদেশ কংগ্রেস নেতা তথা দলের পরিষদীয় দলনেতা বালাসাহেব থোরাট রাজস্ব, শক্তি, চিকিৎসা বিজ্ঞান শিক্ষা ও স্কুল শিক্ষা দফতর-সহ আরও ৩টি দফতরের দায়িত্ব পেয়েছেন। কংগ্রেসের আরেক মন্ত্রা নীতিন রাউত জনস্বাস্থ্য কারিগরি, আদিবাসী উন্নয়ন, নারী ও শিশুকল্যাণ, বস্ত্র ছাড়াও আরও ২টি দফতরের দায়িত্ব পেয়েছেন। 

মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য ছগন ভুজওয়াল জানিয়েছেন, 'এটা আপাত বন্দোবস্ত। ১০-১২ দিন পর মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। তখন দফতর পুনর্বণ্টন হবে।' মন্ত্রিত্বের দায়িত্ব পেয়ে খুশি NCP-র মন্ত্রী জয়ন্ত পাতিলও। 

.