চাষে রাসায়নিক ব্যবহারে রাশ, কৃষিপণ্য পরিবহণের জন্য দেওয়া হবে এসি কোচ: সীতারামন

গ্রামের উন্নতির জন্য ২লাখ ৮৩ কোটি বরাদ্দ করা হচ্ছে

Updated By: Feb 1, 2020, 01:03 PM IST
চাষে রাসায়নিক ব্যবহারে রাশ, কৃষিপণ্য পরিবহণের জন্য দেওয়া হবে এসি কোচ: সীতারামন
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার এখন বড় সমস্যা। এনিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকেই। একথা মাথায় রেখে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলে কেন্দ্র।

আরও পড়ুন-শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে রাশ টানতে জোর দেওয়া হবে প্রথাগত সার ও জৈব সারের ওপরে। জৈব ও রাসায়নিক সারে সমতা বজায় রাখার চেষ্টা করা হবে। এতে কৃষিক্ষেত্রে  রাসায়নিক সার ব্যবহার কমবে। পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণের দিকেও জোর দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, অনলাইনে কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। একইসঙ্গে পরিবহণের জন্য চালু হবে কিষাণ উড়ান। উত্তর-পূর্ব ভারতে কৃষকদের সুবিধার জন্য কিষাণ রেল। এই প্রকল্পে কৃষিপণ্য রফতানির জন্য এসি রেল কোচ চালানো হবে।

আরও পড়ুন-বাজেট পেশের আগেই মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, সংশয়ে লগ্নিকারীরা

গ্রামের উন্নতির জন্য ২লাখ ৮৩ কোটি বরাদ্দ করা হচ্ছে।  কৃষিপণ্য মজুত করতে আরও হিমঘর তৈরি করা হবে। জেলা ও তালুক স্তরে পিপিপি মডেলে তৈরি করা হবে ওইসব হিমঘর। কৃষিক্ষেত্রে উন্নতির জন্য ১৬ দফা অ্যাকশন প্ল্যান চালু করছে কেন্দ্র। সরকারের দাবি ২০২২ এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ হবে।

কৃষি ক্ষেত্রে সৌরশক্তির ব্যবহারের ক্ষেত্রে জোর দেবে সরকার।  দেশের ২০ লাখ কৃষকদের সৌরশাক্তি চালিত পাম্প দেওয়া হবে।

.