পথ দুর্ঘটনায় প্রয়াত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুণ্ডে
দুর্ঘটনায় মারা গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুণ্ডে। আজ ভোরে দিল্লি বিমানবন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানেই সকাল সাতটা কুড়িতে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ময়নাতদন্তের পর গোপীনাথ মুণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপি সদর দফতরে। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরসঙ্ঘচালক মোহন ভাগবত, লালকৃষ্ণ আডবাণী সহ বিজেপি নেতারা। গোপীনাথ মুণ্ডের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রামবিলাস পাসোয়ান, শরদ পওয়ার। আজই বিশেষ বিমানে গোপীনাথ মুণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রের লাতুরে। সেখান থেকে বীড় জেলায় গ্রামের বাড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামিকাল গোপীনাথ মুণ্ডের শেষকৃত্য হবে। গোপীনাথ মুণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুর্ঘটনায় মারা গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুণ্ডে। আজ ভোরে দিল্লি বিমানবন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানেই সকাল সাতটা কুড়িতে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ময়নাতদন্তের পর গোপীনাথ মুণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপি সদর দফতরে। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরসঙ্ঘচালক মোহন ভাগবত, লালকৃষ্ণ আডবাণী সহ বিজেপি নেতারা। গোপীনাথ মুণ্ডের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রামবিলাস পাসোয়ান, শরদ পওয়ার। আজই বিশেষ বিমানে গোপীনাথ মুণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রের লাতুরে। সেখান থেকে বীড় জেলায় গ্রামের বাড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামিকাল গোপীনাথ মুণ্ডের শেষকৃত্য হবে। গোপীনাথ মুণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুর্ঘটনার জেরে গোপীনাথ মুন্ডের দেহের ভিতরের অংশে আঘাত লাগে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ময়নাতদন্তের রিপোর্টে এ কথা জানানো হয়েছে। আজ ভোরে বিমানবন্দরে যাওয়ার পথে দিল্লির পৃথ্বীরাজ রোড ও তুঘলক রোডের মোড়ে গোপীনাথ মুন্ডের গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ঘাতক গাড়ির চালক গুরজিন্দর সিংকে গ্রেফতার করেছে পুলিস। তিনি রেড সিগন্যাল ভেঙেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ইম্পিরিয়াল হোটেলের ওই গাড়িটিকে রাখা হয়েছে তুঘলক রোড থানায়।
My tributes to a dynamic leader whose premature demise leaves a void hard to fill.
— Narendra Modi (@narendramodi) June 3, 2014
I am shocked to know about sudden demise of my senior colleague Shri Gopinath Munde. My heartfelt condolences to the bereaved family.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 3, 2014
V sad to hear the demise of Sh Gopinath Munde. Heartfelt condolence to bereaved family. May his soul rest in peace
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 3, 2014