উন্নাও গণধর্ষণকাণ্ডে বিজেপি বিধায়কের ৭ দিনের সিবিআই হেফাজত, নির্দোষ দাবি সেঙ্গারের
উন্নাও গণধর্ষণকাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার।
নিজস্ব প্রতিবেদন: উন্নাও গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ককে ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল লখনৌয়ের আদালত। নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত কুলদীপ সেঙ্গার। তাঁর কথায়,''ইশ্বরের উপর আমরা ভরসা রয়েছে। দেশের বিচারব্যবস্থায় আস্থা রেখেছি। সব ঠিক হয়ে যাবে।''
১৭ ঘণ্টা জেরার পর শুক্রবার সেঙ্গারকে গ্রেফতার করে সিবিআই।শনিবার লখনৌয়ের আদালতে পেশ করা হয় তাঁকে। বিজেপি বিধায়ককে ৭দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে।
Main accused in #Unnao rape case BJP MLA Kuldeep Singh sent to 7-day police custody. pic.twitter.com/gRyEIbEhSn
— ANI UP (@ANINewsUP) April 14, 2018
We support fair investigation. He has been sent to 7-day CBI custody: BJP MLA Kuldeep Singh Sengar's lawyer, #UnnaoRapeCase pic.twitter.com/HVJ7YZl9lc
— ANI UP (@ANINewsUP) April 14, 2018
শুক্রবার সংবাদসংস্থা এএনআই-কে যোগী বলেন, ''ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। এই ঘটনায় সমঝোতা করবে না আমাদের সরকার। অভিযুক্ত যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাঁকে ছাড়া হবে না।''উন্নাও গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে সিবিআই। বিজেপি বিধায়ক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছেন নির্যাতিতা।
আরও পড়ুন- তামিল নববর্ষে দু'হাজারি নোটে সাজল বিগ্রহ