UP Shocker: গ্রামে দুটি মৃতদেহ পাওয়া গিয়েছে খবর পেয়ে চলে আসে পুলিস। পরিবারকে চাপ দিতেই বেরিয়ে আসে আসল ঘটনা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। মেয়ের প্রেমিককে পছন্দ হয়নি। তারই জেরে গ্রামেরই ওই তরুণকে ধরে বিষ খাইয়ে, শ্বাসরোধ করে খুন করল মেয়ের পরিবারের লোকজন। শুধু তাই নয়, মেয়েকেও একইভাবে খুন করল তার আত্মীয়রা। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানের চেষ্টা হলেও পুলিসের চোখতে ফাঁকি দেওয়া যায়নি। তরুণীর পরিবারের বেশ কয়েকজনকে গ্রেফতার করল পুলিস। নতুন বছরের প্রথম দিনে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় বিঘা গ্রামে।
আরও পড়ুন-বাংলায় বাড়বে ঠান্ডা, দোসর বৃষ্টি! পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা...
নিহত ওই তরুণের নাম মিঠুন কুশওয়াহা ও তরুণীর নাম কামিনী সাহু। জেলা পুলিস সুপার মহম্মদ মুস্তাক সংবাদমাধ্যমে জানিয়েছেন, কামিনীর পরিবার মিঠুনের সঙ্গে তার সম্পর্ক মেনে নিতে পারেনি। পাশাপাশি মিঠুনের পরিবার থেকেও এনিয়ে আপত্তি ছিল। এনিয়ে গ্রাম্য সালিসিসভা বসে। সেখানে ঠিক হয় কামিনীর সঙ্গে দেখা করতে পারবে না মিঠুন। শুধু তাই নয় কামিনীর বিয়ে না হওয়া পর্যন্ত মিঠুনকে থাকতে হবে গ্রামের বাইরে।
সালিসিসভার নিদান অনুযায়ী সেইরকমই চলছিল। কিন্তু মিঠুন লুকিয়েচুরিয়ে দেখা করতেন কামিনীর সঙ্গে। গত ১ জানুয়ারি ছিল কামিনীর জন্মদিন। সেইদিন রাতে কামিনীর সঙ্গে দেখা করতে আসে মিঠুন। আর তা দেখে ফেলে কামিনীর পরিবার। তারপরই তাকে ধরে ফেলে তারা। এরপর প্রবল মারধর করে তাকে বিষ খাইয়ে দেয়। তার পর তার গলা টিপে খুন করে।
এদিকে, চোখের সামনে ওই ঘটনা দেখে চিত্কার করে প্রতিবাদ করে কামিনী। শুধু তাই নয় বাবা ও কাকাকে পুলিসে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এরপরই তাকেও শ্বাসরোধ করে খুন করে তার পরিবারের লোকজন। এরপর তাদের দুজনের দেহ গাছের সঙ্গে টাঙিয়ে দেয়।
গ্রামে দুটি মৃতদেহ পাওয়া গিয়েছে খবর পেয়ে চলে আসে পুলিস। পরিবারকে চাপ দিতেই বেরিয়ে আসে আসল ঘটনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
ENG
(83 ov) 427/6 (151 ov) 587
|
VS |
IND
00(0 ov) 407(89.3 ov)
|
Full Scorecard → |
AUS
(27 ov) 69/3 (66.5 ov) 286
|
VS |
WI
253(73.2 ov)
|
Full Scorecard → |
MAW
(20 ov) 144/8
|
VS |
GER
145/5(16.4 ov)
|
Germany beat Malawi by 5 wickets | ||
Full Scorecard → |
HUN
(19.2 ov) 149
|
VS |
FRA
97(15.3 ov)
|
Hungary beat France by 52 runs | ||
Full Scorecard → |
MLT
(20 ov) 148/9
|
VS |
AUT
101(17.5 ov)
|
Malta beat Austria by 47 runs | ||
Full Scorecard → |