দিল্লিতে UPSC প্রার্থীদের বিক্ষোভ, পাশে থাকার আশ্বাস সরকারের

UPSC প্রার্থীদের বিক্ষোভে ক্রমশই উত্তাল হচ্ছে রাজধানী দিল্লি। আজ বিক্ষোভকারীদের একটি মিছিল সংসদের দিকে এগোলে তাদের বাধা দেয় পুলিস। ১০০জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। প্রিজন ভ্যানে তোলার পরে বিক্ষোভকারীদের কয়েকজনকে পুলিস মারধর করেছে বলে অভিযোগ। অন্যদিকে, মুখার্জি নগরে আজ সকাল থেকে ফের শুরু হয়েছে UPSC প্রার্থীদের বিক্ষোভ। তাঁদের দাবি, C-SAT বাতিল এবং হিন্দি ভাষায় পরীক্ষা। বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়েরও দাবি জানিয়েছেন তাঁরা।

Updated By: Jul 25, 2014, 03:26 PM IST
দিল্লিতে UPSC প্রার্থীদের বিক্ষোভ, পাশে থাকার আশ্বাস সরকারের

নয়াদিল্লি: UPSC প্রার্থীদের বিক্ষোভে ক্রমশই উত্তাল হচ্ছে রাজধানী দিল্লি। আজ বিক্ষোভকারীদের একটি মিছিল সংসদের দিকে এগোলে তাদের বাধা দেয় পুলিস। ১০০জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। প্রিজন ভ্যানে তোলার পরে বিক্ষোভকারীদের কয়েকজনকে পুলিস মারধর করেছে বলে অভিযোগ। অন্যদিকে, মুখার্জি নগরে আজ সকাল থেকে ফের শুরু হয়েছে UPSC প্রার্থীদের বিক্ষোভ। তাঁদের দাবি, C-SAT বাতিল এবং হিন্দি ভাষায় পরীক্ষা। বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়েরও দাবি জানিয়েছেন তাঁরা।

দিল্লিতে এই উত্তাল পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শ্রক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। দিল্লির পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।  বৈঠক শেষে প্রতিমন্ত্রী প্রার্থীদের আশ্বস্ত করেন, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

ভাষার ভিত্তিতে ছাত্রদের নিরাশ করা হবে না বলে জানিয়েছেন সিং। তিনি সাংবাদিকদের বলেন, ""কোনও অনিয়ম হবে না। বিশেষ করে ভাষার জন্য।'' ছাত্রদের ধৈর্য রাখতে বলেন তিনি।

 

 

.