দু'দেশের সম্পর্কের উন্নতিতে একযোগে কাজ করব, বাইডেন-হ্যারিসকে শুভেচ্ছা মোদীর
ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্য়ারিসকেও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তিনি লেখেন, 'আপনাকে আন্তরিক শুভেচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের কাছে আপনি গর্ব
নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ডেমোক্রাট প্রার্থী ও বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। কমলাই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোনও মহিলা ও কৃষ্ণাঙ্গ উপরাষ্ট্রপতি। ফলাফল ঘোষণার পর জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-অমিত-বার্তায় রাম-বাম যোগ, ঝুলি থেকে বেড়াল বেরোল: TMC; অস্বীকার CPM-র
Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
জো বাইডেনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর টুইট, 'এই জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। একসময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে মার্কিন-ভারত সম্পর্কের উন্নতিতে আপনার উদ্যোগ উল্লেখযোগ্য ছিল। আশাকরি দুদেশের সম্পর্কের উন্নতিতে ভবিষ্যতে একসঙ্গে ফের কাজ করব '
Heartiest congratulations @KamalaHarris! Your success is pathbreaking, and a matter of immense pride not just for your chittis, but also for all Indian-Americans. I am confident that the vibrant India-US ties will get even stronger with your support and leadership.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্য়ারিসকেও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তিনি লেখেন, 'আপনাকে আন্তরিক শুভেচ্ছে। আপনার সাফল্য পথ দেখাবে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের কাছে আপনি গর্ব। আশাকরি ভারত-মার্কিন সম্পর্ক আপনার আমলে আরও সুদৃড় হবে।'
My sincere felicitations to Joseph R. Biden on his election as President of the United States of America and @KamalaHarris, as Vice President. I wish @JoeBiden a successful tenure and look forward to working with him to further strengthen India-US relations.
— President of India (@rashtrapatibhvn) November 7, 2020
বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। এক টুইটে তিনি লিখেছেন, বাইডেন ও কমলা হ্যারিসকে স্বাগত। বাইডেনের কার্যকালের সফলতা কামনা করি। আশাকরি ভারত-মার্কিন সম্পর্ক এরপর আরও সুদৃড় হবে।
আরও পড়ুন-মার্কিন মুলুকে নজির, দেশের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস
Sonia Gandhi (in file pic) further said that under the wise and mature leadership of President-Elect Biden & Vice President-Elect, Kamala Harris; India looks forward to a close partnership that will be beneficial to peace and development in our region & around the world: Congress https://t.co/5A2sp3Ai5I
— ANI (@ANI) November 7, 2020
বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন সোনিয়া গান্ধীও। এক বিবৃতিতে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে গোটা দুনিয়া ও ভারতীয় উপমহাদেশে শান্তির পথ আরও প্রশস্ত হবে ও ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে আশাকরি।
Congratulations to President-elect @JoeBiden. I’m confident that he will unite America and provide it with a strong sense of direction.
— Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2020