নজরে চিন! লাদাখ উত্তেজনার মধ্যেই ভারতে মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিব
লাদাখে যেমন ভারতকে অতিষ্ঠ করে রেখেছে চিন তেমনি দক্ষিণ চিন সাগরেও বেজিংয়ের দাদাগিরি মানতে পারছে না ট্রাম্প প্রশাসন
নিজস্ব প্রতিবেদন: লাদাখ সীমান্তে চিন-ভারত উত্তেজনা ও দক্ষিণ চিন সাগরে চিন বাড়বাড়ন্ত বেশ কিছুদিন ধরেই সরব মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এনিয়ে আরও তত্পর হল মার্কিন যুক্তরাষ্ট্র।
Mike Pompeo arrives in India for 2+2 Ministerial Dialogue
Read @ANI Story | https://t.co/vixtsAQDIL pic.twitter.com/QcldtOORAn
— ANI Digital (@ani_digital) October 26, 2020
সোমবার ভারতে এলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয় ও প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত শুধু নয়, দক্ষিণ পূর্ব এসিয়ার অন্যান্য দেশের জন্যও এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন-মুসলিমদের জন্য সংগ্রহশালার আবেদন ফেরাল বিজেপি
Delhi: Defence Minister Rajnath Singh meets US Secretary of Defence Mark Esper.
Chief of Defence Staff General Bipin Rawat, Army Chief General Manoj Mukund Naravane, IAF Chief Air Chief Marshal RKS Bhadauria and Navy Chief Admiral Karambir Singh also present. pic.twitter.com/PrrbBeLRqy
— ANI (@ANI) October 26, 2020
তারা বৈঠকে বসবেন ভারতের বিদেশ ও প্রতিরক্ষা সচিবের সঙ্গে। এছাড়াও তাঁরা বৈঠকে বসবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে। পাশাপাশি বৈঠক হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও। এ বছরে ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের সঙ্গে ভারতে এসেছিলেন পম্পেয়।
আরও পড়ুন-সম্প্রীতির ভাসানে নেই প্রাণের টান
লাদাখে যেমন ভারতকে অতিষ্ঠ করে রেখেছে চিন তেমনি দক্ষিণ চিন সাগরেও বেজিংয়ের দাদাগিরি মানতে পারছে না ট্রাম্প প্রশাসন। ফলে চিনকে ঠেকাতে ভারতকে পাশে পেতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ সফরে যাবেন পম্পেয় ও এস্পার। ওই দুই দেশে বিপুল বিনিয়োগ করে রেখেছে চিন।