উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের সেরা গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র, বলছে সমীক্ষা

মার্কিন সরকারের তরফে জানান হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র পঠনপাঠন সংক্রান্ত তথ্য জানাতে ভারতীয় ছাত্রছাত্রীরা ডাউনলোড করতে পারে মোবাইল অ্যাপ EducationUSA

Updated By: Nov 16, 2020, 04:09 PM IST
উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের সেরা গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র, বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন: চমকে দেওয়ার মতো সংখ্যাটা। ২০১৯-২০ সালে ভারতের ২ লাখ পড়ুয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। এমনটাই জানাচ্ছে Open Doors Report। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পড়তে যান দুনিয়ার ১০ লাখ পড়ুয়া। এদের ২০ শতাংশই ভারতীয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক অ্য়াফেয়ার্স মন্ত্রী ডেভিড কেনেডি সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত দশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।  কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শিক্ষার মানের গোল্ড স্টান্ডার্ড বজায় রেখে চলেছে।

আরও পড়ুন-আগামী সপ্তাহে ভারতে আসছে করোনা রোধের ১০ কোটি টিকা 

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সাহাযার্থে ভারতে খোলা হয়েছে ৭টি EducationUSA সেন্টার। দিল্লি, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও মুম্বইয়ে রয়েছে EducationUSA এর শাখা। আগামী বছর হায়দরাবাদেও খোলা হবে আরও একটি শাখা। মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৫০০ শিক্ষা প্রতিষ্টানের মধ্য থেকে ঠিক প্রতিষ্ঠান খুঁজে নিয়ে সাহায্য করে এইসব কেন্দ্রগুলি।

মার্কিন সরকারের তরফে জানান হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র পঠনপাঠন সংক্রান্ত তথ্য জানাতে ভারতীয় ছাত্রছাত্রীরা ডাউনলোড করতে পারে মোবাইল অ্যাপ EducationUSA India। এই অ্যাপ থেকেই জানা যাবে সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পন্থা পদ্ধতি।

আরও পড়ুন-'রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই দাদাকে', ফোঁটা দিয়ে বললেন অধীর চৌধুরীর 'বোন'

Open Doors Report প্রকাশ করেছে মার্কিন যুক্রাষ্ট্রের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন(IIE)। এই সংস্থাই মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি পড়ুয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করে। এনিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে www.iie.org/OpenDoors সাইট থেকে।

.