উত্তরাখণ্ডে এবার শুরু মৃতদেহের সংখ্যা তরজা
উত্তরাখণ্ডের বন্যা বিপর্যয়ে কতজন প্রাণ হারিয়েছেন তা নিয়েই সে রাজ্যের মন্ত্রীসভায় শুরু হয়ে গেল তরজা। স্পিকারের দশ হাজারের তথ্য খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা জানিয়েছিলেন ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা কখনই জানা সম্ভব নয়। আজ ফের উত্তরাখণ্ডের বিধানসভার স্পিকার গোভিন্দ সিং কুঞ্জওয়ালের সুরেই কিছুটা কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী সুরিন্দর সিং নেগি। জানালেন স্পিকার যে পরিসংখ্যান দিয়েছেন তা একটি আনুমানিক সংখ্যা।
উত্তরাখণ্ডের বন্যা বিপর্যয়ে কতজন প্রাণ হারিয়েছেন তা নিয়েই সে রাজ্যের মন্ত্রীসভায় শুরু হয়ে গেল তরজা। স্পিকারের দশ হাজারের তথ্য খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা জানিয়েছিলেন ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা কখনই জানা সম্ভব নয়। আজ ফের উত্তরাখণ্ডের বিধানসভার স্পিকার গোভিন্দ সিং কুঞ্জওয়ালের সুরেই কিছুটা কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী সুরিন্দর সিং নেগি। জানালেন স্পিকার যে পরিসংখ্যান দিয়েছেন তা একটি আনুমানিক সংখ্যা।
স্বাস্থ্যমন্ত্রীর মতে এখনও বহু দেহ ধ্বংসস্তূপের মধ্যে রয়ে গিয়েছে। যতগুলি দেহ উদ্ধার হয়েছে এবং উদ্ধারহওয়া মানুষদের বর্ণনা অনুযায়ী স্পিকার এই আনুমানিক পরিসংখ্যান দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
নেগি জানিয়েছেন ``এটি একটি আনুমানিক পরিসংখ্যান। মৃতের সংখ্যা এর বেশী বা কম, হতে পারে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তছনছ হয়ে গিয়েছে গোটা রাজ্যটাই। এত দ্রুত মৃতের সঠিক সংখ্যা বলা অসম্ভব।``
দিন দিন যে ভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উত্তরাখণ্ডে সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ``আমরা কোনদিনই মৃতের সঠিক সংখ্যা জানতে পারব না। কারণ বহু মৃতদেহ মাটির নীচে চাপা পড়ে গেছে। বহু দেহ জলের তোড়ে কোথায় ভেসে গেছে কী জানে না।``
উত্তরাখণ্ডের বিধানসভার অধ্যক্ষ জানিয়েছিলেন পরিস্থিতি যে দিকে যাচ্ছে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। যদিও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে জানিয়েছেন মৃতের সংখ্যা ৯০০।