'টাকার পিচে' মোদীর হয়ে ব্যাট করলেন বিরাট
ওয়েব ডেস্ক: শাহরুখ খান, বীরেন্দ্র সেওয়াগ সহ দেশের নানা সেলেবদের সুরে সুর মেলালেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। "ভারতীয় রাজনীতির ইতিহাসে এই পদক্ষেপ কালজয়ী", ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ এবং ১০০০ টাকার নোট নিষিদ্ধ করার সিদ্ধান্তকে এভাবেই স্বাগত জানালেন ভারতের টেস্ট দলের (ক্রিকেট) অধিনায়ক বিরাট কোহলি। মোদীর 'প্রশংসায় পঞ্চমুখ', বিরাট এও বলেন, "আমি এই সিদ্ধান্তে ভীষণ রকম প্রভাবিত হয়েছি, যা ঘটছে তা এক কথায় অবিশ্বাস্য"।
শাহরুখ থেকে আমির, বলিউডের তারকারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছিলেন আগেই, এবার এই লিস্টে নাম এনলিস্ট হল বিরাট কোহলিরও। আরও পড়ুন- ATM-এর কাছে যেতে হবে না, ATM আসছে মানুষের কাছে
@imVkohli Virat Kohli on Demonetizatio... pic.twitter.com/o5Ny0OW44M
— Sunandan Lele (@sunandanlele) November 16, 2016