জানেন নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট ছাপাতে সরকারের কত খরচ হয়েছে?

নতুন নোট, পুরনো নোট নিয়ে তোলপাড় দেশ। নতুন নোট ATM-এ পর্যাপ্ত পরিমানে না আসার ফলে চূড়ান্ত সমস্যায় দেশের মানুষ। এ তো গেল জনগণের কথা। এবার একটু সরকারের কথা জানুন। জানেন কি এই নতুন ৫০০ টাকা, ১০০০ টাকার নতুন নোট তৈরি করার জন্য সরকারের কত খরচ হয়েছে?

Updated By: Nov 16, 2016, 03:38 PM IST
জানেন নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট ছাপাতে সরকারের কত খরচ হয়েছে?

ওয়েব ডেস্ক: নতুন নোট, পুরনো নোট নিয়ে তোলপাড় দেশ। নতুন নোট ATM-এ পর্যাপ্ত পরিমানে না আসার ফলে চূড়ান্ত সমস্যায় দেশের মানুষ। এ তো গেল জনগণের কথা। এবার একটু সরকারের কথা জানুন। জানেন কি এই নতুন ৫০০ টাকা, ১০০০ টাকার নতুন নোট তৈরি করার জন্য সরকারের কত খরচ হয়েছে?

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে যে, নতুন ৫০০, ১০০০ টাকার নোট ছাপাতে ইতিমধ্যেই রাজকোষ থেকে ১২ হাজার কোটি টাকা বেরিয়ে গিয়েছে। ৫০০ টাকার ১ হাজার ৫৬৭ কোটি নতুন নোট ছাপাতে ইতিমধ্যেই খরচ হয়েছে ৩ হাজার ৯১৭ কোটি টাকা। তার সঙ্গে নোটের উল্লেখিত সংখ্যা ঠিক রাখতে খরচ হয়েছে, আরও ৩ হাজার ৯১৭ কোটি টাকা। ২০০০ টাকার নোট ছাপাতে এবং তা বাজারে আনতে খরচ হয়েছে ৪ হাজার কোটি টাকা।

.