ভিডিয়ো: জম্মু-কাশ্মীরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গে ভারতীয় সেনার পতাকা উত্তোলন
ড্রোনের ক্যামেরায় ধরা পড়ল সেই শিহরণ জাগানো দৃশ্য। পর্বতের গায়ে কয়েক হাজার ফুট উচ্চতায় দুধসাদা বরফের মাঝে তেরঙ্গা, সঙ্গে জাতীয় সঙ্গীত- সে এক অপরূপ শোভা!
নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকাংশেই কাটছাঁট করা হয়েছে ৭৪ তম স্বাধীনতা দিবসের জাঁকজমক। সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হয়েছে বিশেষ দিনটি। আর আজকের জাতীয় পতাকা উত্তোলনের অন্যতম সুন্দর ভিডিয়োটি বোধহয় এল আমাদের ভূস্বর্গ থেকেই।
১৫ অগস্টের সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের বরফে ঢাকা পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারতীয় সেনার জওয়ানরা। ড্রোনের ক্যামেরায় ধরা পড়ল সেই শিহরণ জাগানো দৃশ্য। পর্বতের গায়ে কয়েক হাজার ফুট উচ্চতায় দুধসাদা বরফের মাঝে তেরঙ্গা, সঙ্গে জাতীয় সঙ্গীত- সে এক অপরূপ শোভা!
ভিডিয়োটি টুইট করেছে এক বেসরকারি সংবাদমাধ্যম। টুইটারে নেটিজেনদের নজর কেড়েছে এই ভিডিয়ো।
Watch: Indian Soldiers Raise The Flag In J&K's Gurez. Cue Goosebumps@ndtv
pic.twitter.com/0ysI5Wg1ha— waddey (@WaddeyAli) August 15, 2020
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখায় প্রায় ১২,৫০০ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় এদিন পতাকা উত্তোলন করে ভারতীয় সেনা।