একসঙ্গে সাতখানা আস্ত ডিম গিলে ফেলার পর কিং কোবরার যে হাল হল! (ভিডিও)

আমরা যদি একসঙ্গে অনেক খেয়ে ফেলি? খাওয়ার উপর খাওয়া হয়ে যায়, তাহলে আমাদের কী দশা হয়? সোজাসাপ্টা উত্তর হল, 'উল্টি'। বমি করে তারপরই সেই অস্বস্তি থেকে মেলে। একসঙ্গে সাতটা আস্ত ডিম খেয়ে ফেলার পর কিং কোবরার কি হাল হল জানেন?

Updated By: Aug 3, 2016, 01:33 PM IST
একসঙ্গে সাতখানা আস্ত ডিম গিলে ফেলার পর কিং কোবরার যে হাল হল! (ভিডিও)

ওয়েব ডেস্ক : আমরা যদি একসঙ্গে অনেক খেয়ে ফেলি? খাওয়ার উপর খাওয়া হয়ে যায়, তাহলে আমাদের কী দশা হয়? সোজাসাপ্টা উত্তর হল, 'উল্টি'। বমি করে তারপরই সেই অস্বস্তি থেকে মেলে। একসঙ্গে সাতটা আস্ত ডিম খেয়ে ফেলার পর কিং কোবরার কি হাল হল জানেন?

একটার পর একটা। এভাবে এক, দুই করে সাত-সাতখানা আস্ত ডিম। যা দেওয়া হল সবই গিলে খেয়ে নেয় কিং কোবরাটি। কিন্তু তারপরই দেখা যায় 'বমি' করছে কোবরাটি। অস্বস্তি থেকে রেহাই পেতে পেট থেকে ছয়টি ডিমই বের করে দেয় কোবরাটি। ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জে। দেখুন সেই ভিডিও,

.