ভারতে বসবাস করলেই তার পরিচয় হিন্দু হওয়া উচিত, বললেন আরএসএস প্রধান

বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত।

Updated By: Aug 11, 2014, 08:39 AM IST
ভারতে বসবাস করলেই তার পরিচয় হিন্দু হওয়া উচিত, বললেন আরএসএস প্রধান

ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। ভারতে বসবাসকারী প্রতি নাগরিকের পরিচয়ই হিন্দু হওয়া উচিত বলে দাবি করেছেন আরএসএস প্রধান। কটকে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ইংল্যান্ডের নাগরিকরা ইংরেজ, জার্মানির নাগরিকরা জার্মান এবং ইউএসএর বাসিন্দারা আমেরিকান নামে পরিচিত।

এই যুক্তিকে সামনে রেখে ভাগবতের প্রশ্ন, হিন্দুস্তানে বসবাসকারী সব নাগরিকের পরিচয় তাহলে হিন্দু হবে না কেন? উত্তরও নিজেই দিয়েছেন আরএসএস প্রধান। ভাগবতের বক্তব্য, সংস্কৃতিগত পরিচয়ের দিক থেকে প্রত্যেক ভারতীয়ই হিন্দু। এদেশে বসবাসকারী সমস্ত নাগরিক সেই সংস্কৃতির উত্তরাধিকার বলে দাবি করেছেন তিনি।  

ভাগবত বলেছেন, হিন্দুত্ব জীবন ধারণের একটি পদ্ধতি। যে কোনও ধর্মের মানুষ, তিনি ঈশ্বরের পুজো করুন বা না করুন, তাঁরা সকলেই হিন্দু। আরএসএস প্রধানের আক্ষেপ, দেশবাসীর একাংশ হিন্দুত্বের মহিমা বুঝতে পারছে না। তাই এসব নিয়ে আলোচনা হলেই সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।

.