Bhopal: বড্ড বেশি কথা বলেন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্বামী...

Bhopal:  জানা গিয়েছে, ৭ বছর আগে বিয়ে হয় ওই দম্পতির। মেয়ের বয়স সাড়ে তিন বছর। স্বামী-স্ত্রীও প্রায় তিরিশের কোঠায়। ভোপালেরই বাসিন্দা ওই ব্যক্তি। একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। স্ত্রী বিউটি পার্লার চালান। বিয়ের পর সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু এখন আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না ওই ব্যক্তি। কেন? তিনি নাকি খুব বেশি কথা বলেন!

Updated By: Jan 3, 2025, 04:35 PM IST
Bhopal: বড্ড বেশি কথা বলেন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্বামী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এত কথা কেন বলেন? স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে পারবারিক আদালতের দ্বারস্থ স্বামী! প্রেম নয়, সম্বন্ধ করে বিয়ে হয়েছিল তাঁদের।  ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।

আরও পড়ুন:  Vande Bharat Schedule: ১ জানুয়ারি থেকেই বদলে গিয়েছে এইসব বন্দে ভারতের সময়সূচি, দেখে নিন

জানা গিয়েছে, ৭ বছর আগে বিয়ে হয় ওই দম্পতির। মেয়ের বয়স সাড়ে তিন বছর। স্বামী-স্ত্রীও প্রায় তিরিশের কোঠায়। ভোপালেরই বাসিন্দা ওই ব্যক্তি। একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। স্ত্রী বিউটি পার্লার চালান। বিয়ের পর সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু এখন আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না ওই ব্যক্তি। কেন? তিনি নাকি খুব বেশি কথা বলেন! স্বামী তো বটেই, যা একেবারেই নাপসন্দ শ্বশুরবাড়ির লোকেদের।

ওই ব্যক্তির আরও অভিযোগ, তাঁকে জিজ্ঞেস না করেই বিভিন্ন বিষয়ে নিজের মতামত দিয়ে দেন স্ত্রী। এই নিয়েই অশান্তির সূত্রপাত। পরিস্থিতি এমনই যে, দু'বছর ধরে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ওই মহিলা। আইনজীবী জানিয়েছেন, ওই ব্যক্তি কোনও অবস্থাতেই স্ত্রীর সঙ্গে থাকতে রাজি নন। কিন্তু বিচ্ছেদ চান না স্ত্রী । তাঁর কথায়, 'বাচ্চা মেয়েটা কষ্ট পাচ্ছে। বাবা-মা কেউ তাকে রাখতে চাইছে না। তাঁরা ভাবছে, মেয়ে সঙ্গে থাকলে দ্বিতীয় বিয়ের করতে পারবে না'। 

ওই ব্যক্তির আইনজীবীর মতে, পরিস্থিতির খুব একটা বদল হয়নি। তিনি বলেন, মুখে সবাই বলে বউ বা ছেলের বউ তাঁদের পরিবারের সদস্য, কিন্তু বাস্তবে তাঁদের মতামত জানাতে দেওয়া হয় না। শুধু চায়, কোনও কথা না বলে তাঁরা বাচ্চা আর পরিবারের লোকেদের দেখভাল করুক। যেটা সমাজের পিতৃতান্ত্রিক মনোভাবেই পরিচয়। 

আরও পড়ুন:  Bhopal: ৪ দশক পার, ভোপাল দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য নিয়ে বড় পদক্ষেপ প্রশাসনের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.