আপ-এর আসল চরিত্র দ্রুত ফাঁস করব: শাজিয়া ইলমি
তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। প্রাক্তন আপ নেত্রী শাজিয়া ইলমি এর মধ্যেই বৃহস্পতিবার বোমা ফাটালেন। জানালেন দ্রুতই আম আদমি পার্টির আসল চরিত্র ফাঁস করবেন তিনি।
নয়া দিল্লি: তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। প্রাক্তন আপ নেত্রী শাজিয়া ইলমি এর মধ্যেই বৃহস্পতিবার বোমা ফাটালেন। জানালেন দ্রুতই আম আদমি পার্টির আসল চরিত্র ফাঁস করবেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেছেন ''আপ-এর আসল চেহারাটা প্রকাশ্যে আনতে চাই আমি। এর জন্য আমার পক্ষে সম্ভাব্য সব কিছুই করব।'' এর সঙ্গেই তিনি জানিয়েছেন আপ-এর বিপক্ষে প্রচার চালাবেন তিনি।
তবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। জানিয়েছেন, সময় হলেই এর উত্তর দেবেন তিনি।
সাংবাদিকদের সামনে আম আদমি পার্টির বিরুদ্ধে সব ক্ষোভ উগরে দিয়েছেন শাজিয়া। তাঁর আপের বেশিরভাগ সমর্থক ও কর্মীরাই বর্তমানে দলের কর্মপদ্ধতি নিয়ে বীতশ্রদ্ধ।
নয়া দিল্লি বিধানসভা নির্বাচনের আগে শাজিয়ার দলত্যাগ আপ-এর কাছে বড় ধাক্কা। রাজধানীজুড়ে এখন জল্পনা শাজিয়া সম্ভবত বিজেপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে কেজরিওয়ালের বিপক্ষে দাঁড়ানোর পরিকল্পনা করছেন।
যদিও, মিডিয়ার একাংশের দাবি তিনি সম্ভবত আরকে পুরম থেকে প্রতিদ্বন্ধীতা করবেন।
ইলমিকে নিয়ে বিতর্কের মাঝেই বুধবার আপ সুপ্রিমো জানিয়েছেন শাজিয়া নিজের ইচ্ছামত যেখানে খুশি সেই আসনেই দাঁড়াতে পারেন।
এই শাজিয়াই এক সময় বিজেপির বিরুদ্ধে টুইট করে লিখেছিলেন ''ভণ্ডামির আরেক নাম বিজেপি।''
আম আদমি পার্টির সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম প্রধান মুখ শাজিয়া ইলমি ২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আর কে পুরম থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন। সেই বার অল্পকিছু ভোটে হেরে যান তিনি। এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আপ তাঁকে রায় বারেলিতে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দাঁড়াবার প্রস্তাব দেয়। যদিও শাজিয়া রাজি হননি সেই প্রস্তাবে। জেদ ধরেন দিল্লি থেকেই ভোটে দাঁড়াবেন তিনি। যদিও দল তাঁর সেই দাবি খারিজ করে দেয়। শেষপর্যন্ত গাজিয়াবাদ থেকে আম আদমি পার্টির হয়ে ভোটে দাঁড়ান তিনি। কিন্তু, সেখানে এক কথায় তাঁর ভরাডুনি হয়।
লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কেজরিওয়ালকে ঘিরে থাকা দলের এক গোষ্ঠীর বিরুদ্ধে মুখ খোলেন শাজিয়া।