সংসদীয় বৈঠকে দলের শৃঙ্খলার উপরেই জোর দিলেন সোনিয়া গান্ধী

এনসিটিসি ইস্যুতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আরও আলোচনার প্রয়োজন। একমাত্র আলোচনার মাধ্যমেই জট খোলা সম্ভব বলে মনে করছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

Updated By: May 9, 2012, 12:22 PM IST

এনসিটিসি ইস্যুতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আরও আলোচনার প্রয়োজন। একমাত্র আলোচনার মাধ্যমেই জট খোলা সম্ভব বলে মনে করছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
বুধবার একটি বৈঠক করে কংগ্রেসের সংসদীয় দল। বৈঠকে কংগ্রেস সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠক শেষে সোনিয়া গান্ধী জানান, দলের মধ্যে কোনওরকম শৃঙ্খলাহীনতা বরদাস্ত করা হবে না। দলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনগুলির জন্য তৈরি হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া আসন্ন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের রণকৌশল ও উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে নির্বাচনে দলের ভরাডুবির কারণ নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।

.