আকাশ ছোঁয়া বাজারে পাইকারি মূল্য সূচক আরও নীচে

বাজারে খাদ্যমূল্যের দাম আকাশছোঁয়া হলেও পাইকারি মূল্যের সূচক ধীর গতিতে ঋণাত্বক অঙ্কে নেমেই চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের পাইকারি মূল্য ০.২৯ শতাংশ নীচে নেমে দাঁড়াল (-)২.৩৬ শতাংশে।

Updated By: Jun 15, 2015, 06:30 PM IST
আকাশ ছোঁয়া বাজারে পাইকারি মূল্য সূচক আরও নীচে

ওয়েব ডেস্ক: বাজারে খাদ্যমূল্যের দাম আকাশছোঁয়া হলেও পাইকারি মূল্যের সূচক ধীর গতিতে ঋণাত্বক অঙ্কে নেমেই চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের পাইকারি মূল্য ০.২৯ শতাংশ নীচে নেমে দাঁড়াল (-)২.৩৬ শতাংশে।

গত মাসে পাইকারি মূল্য সূচক ছিল (-) ২.৬৫ শতাংশ। উল্লেখযোগ্য বিষয়, খাদ্যমূল্যের সূচক ৩.৮ শতাংশ বৃদ্ধি পেলেও জ্বালানি সূচক এপ্রিলের ১৩.৩১ শতাংশ থেকে কমে দাঁড়ায় ১০.৫১ শতাংশে। যদিও কয়েক মাস ধরে জ্বালানির দাম বাড়তে থাকে। মে মাসে মুদ্রাস্ফীতি ০.১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫.০১%। বিশেষজ্ঞরা মনে করছেন, খাদ্য মূল্য তিন মাস ধরে নীচে নামায় তার প্রভাব পড়েছে পাইকারি মূল্য ও ক্রেতা মূল্য সূচকে।

.