কর্নাটকের জমি কেলেঙ্কারিঃ ইয়েদুরাপ্পার ৭ দিনের জেল

দিনভর নাটকীয় টানাপোড়েনের পর লোকায়ুক্ত আদালতে আত্মসমর্পণ করলেন বি এস ইয়েদুরাপ্পা। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাতদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Oct 15, 2011, 02:36 PM IST

দিনভর নাটকীয় টানাপোড়েনের পর লোকায়ুক্ত আদালতে আত্মসমর্পণ করলেন বি এস ইয়েদুরাপ্পা। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাতদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার কর্নাটকের বিশেষ লোকায়ুক্ত আদালত ইয়েদুরাপ্পার জামিনের আবেদন খারিজ করে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জমি কেলেঙ্কারির দুটি দৃষ্টান্ত টেনে বিশেষ বিচারপতি সুধীন্দ্র রাও ইয়েদুরাপ্পার জামিনের আবেদন খারিজ করে দেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শনিবার আদালতে যাননি ইয়েদুরাপ্পা। তাঁকে গ্রেফতার করতে বাড়িতে যায় পুলিস। কিন্তু সেখানে পুলিসকে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয়। বিজেপি সমর্থকরা বাড়ি ঘিরে রাখায় পুলিস সমস্যায় পড়ে। ইয়েদুরাপ্পা বাড়িতে আছেন কীনা, তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। গণ্ডগোলের মধ্যে লোকায়ুক্ত আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন ইয়েদুরাপ্পা। তাঁর জমানার প্রাক্তন মন্ত্রী এসএন কৃষ্ণাইয়া শেট্টির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লোকায়ুক্ত আদালত। শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন ইয়েদুরাপ্পার দুই ছেলে রাঘবেন্দ্র ও ভিজয়েন্দ্র। ইয়েদুরাপ্পার আইনজীবী জানিয়েছেন, লোকায়ুক্ত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা কর্নাটক হাইকোর্টে যাবেন। দুর্নীতির বিরুদ্ধে প্রচারে লালকৃষ্ণ আডবাণী যখন রথযাত্রা করছেন, তখন ইয়েদুরাপ্পার এই ঘটনায় স্বাভাবিক ভাবেই বিব্রত বিজেপি।

.