''ধর্ম নয়, তোষণ নয়, সবার জন্য উন্নয়নই প্রধান লক্ষ্য''
জাতি, ধর্ম নয়। তোষণের রাজনীতিও নয়। সবার জন্য উন্নয়ন। এটাই প্রশাসনের মূল মন্ত্র। গোরখপুরের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। লখনউয়ের তখতে বসার পর শনিবার প্রথম গোরখপুর এলেন যোগী। এলেন, দেখলেন এবং জয় করলেন। হিন্দুত্বের ঝলমলে পোস্টারবয়। গেরুয়া বসনে আবৃত মহন্ত মুখ্যমন্ত্রী। লখনউয়ের তখতে অভিষেকের পর যোগী আদিত্যনাথ প্রথম এলেন তাঁর হোমটাউন গোরখপুরে।
ওয়েব ডেস্ক : জাতি, ধর্ম নয়। তোষণের রাজনীতিও নয়। সবার জন্য উন্নয়ন। এটাই প্রশাসনের মূল মন্ত্র। গোরখপুরের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। লখনউয়ের তখতে বসার পর শনিবার প্রথম গোরখপুর এলেন যোগী। এলেন, দেখলেন এবং জয় করলেন। হিন্দুত্বের ঝলমলে পোস্টারবয়। গেরুয়া বসনে আবৃত মহন্ত মুখ্যমন্ত্রী। লখনউয়ের তখতে অভিষেকের পর যোগী আদিত্যনাথ প্রথম এলেন তাঁর হোমটাউন গোরখপুরে।
বিপুল উন্মাদনা নিয়ে অপেক্ষায় ছিল গোরখপুরও। জায়গায় জায়গায় তোরণ। WELCOME লেখা বড় বড় পোস্টার। সঙ্গে অগুনতি মাথার ভিড়। নাথ সম্প্রদায়ের যোগী প্রশাসককে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হল। আওয়াজ উঠল, ২০২৪ সালে যোগীকেই প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায় গোরখপুর।
আরও পড়ুন- যোগী আদিত্যনাথ নিয়ে 'মার্কিন টিপ্পনী'র যোগ্য জবাব ভারতের
মুখ্যমন্ত্রী হওয়ার পর আদিত্যনাথ প্রথম জনসভা করলেন তাঁর নিজের জায়গা গোরখপুরেই। গেরুয়া মুখ্যমন্ত্রী নিয়ে যেহেতু সমালোচনার ঝড় বইছে, তাই সতর্ক হয়েই বার্তা দিলেন তিনি। সবচেয়ে বেশি জোর দিলেন রাজধর্ম পালনের ওপর। বললেন, জাতি, ধর্ম নয়। তোষণের রাজনীতিও নয়। সবার জন্য উন্নয়নই হবে যোগীর প্রশাসনের শেষ কথা।
মোদী সরকারের সমস্ত উন্নয়ন প্রকল্পের সুফল উত্তরপ্রদেশের প্রতিটি মানুষ যাতে পান, তা তিনি সুনিশ্চিত করবেন। গোরখপুরের জনসভায় আশ্বাস নতুন মুখ্যমন্ত্রীর। জনসভা শেষে মুখ্যমন্ত্রী সোজা চলে যান গোরখনাথ মঠে। সেখানে সন্ধ্যারতি করেন তিনি। সাধনক্ষেত্রে মাথা ঠেকিয়ে শুরু হল রাজধর্ম পালনের প্রস্তুতি। গোরখপুরে ম্যাজিকের নাম মহন্ত মুখ্যমন্ত্রী।
#WATCH Live from Gorakhpur (UP) : Welcome ceremony of Yogi Adityanath on his first visit to Gorakhpur as CM https://t.co/tTLENhrhMo
— ANI (@ANI_news) March 25, 2017