রামের প্রত্যাবর্তন উত্সবে বিশ্ব রেকর্ড অযোধ্যায়

Updated By: Oct 18, 2017, 07:54 PM IST
রামের প্রত্যাবর্তন উত্সবে বিশ্ব রেকর্ড অযোধ্যায়

নিজস্ব প্রতিবেদন:নিজস্ব প্রতিবেদন: 'ঘরের ছেলে'কে বরণ করতে অযোধ্যায় মেগা আয়োজন করেছেন যোগী আদিত্যনাথ। সরযূ নদীর তীরে প্রজ্বলিত হয়েছে প্রায় ২ লক্ষ প্রদীপ। প্রদীপ জ্বালিয়েছে স্কুল পড়ুয়ারা। 

 

লঙ্কায় রাবণ বধ করে দীপাবলিতে অযোধ্যায় ফিরেছিলেন রামচন্দ্র। সেই ত্রেতা যুগকে ফিরিয়ে এনেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,''অযোধ্যা মানবতার ভূমি। রাম রাজ্যের মধ্যে দিয়ে দুনিয়াকে মানবতার পাঠ দিয়েছে অযোধ্যা। তাঁর দাবি, এটাই রাম রাজ্য। দেশে কোনও ভেদাভেদ আর করা হয় না।'' 

অযোধ্যায় দীপাবলির উজ্জাপনের বহর নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যোগীর খোঁচা, এদেশে ভাল কাজের বিরোধিতা করাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।

এদিনের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানোর জন্য অযোধ্যাজুড়ে ২৫টি এলইডি টিভি লাগানো হয়েছিল। গোটা শহরের ১০ হাজার মন্দিরকে সাজানো হয়েছে। রাজ্যপাল রাম নায়েক জানিয়েছেন, অযোধ্যার ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশংসনীয় পদক্ষেপ করেছে সরকার। 

আরও পড়ুন, 'রাম রাজ্য' প্রতিষ্ঠা করলেন যোগী আদিত্যনাথ

.