CAA বিরোধী বিক্ষোভে মদতের অভিযোগ, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে নিষিদ্ধের সুপারিশ উত্তরপ্রদেশে

ডিজিপির করা সুপারিশে জানানো হয়েছে, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বহু কর্মী  নিষিদ্ধ সংগঠন সিমি-র সদস্য। তারাই রাজ্যে সাম্প্রতিক গোলমালের মধ্যে রয়েছে 

Updated By: Dec 31, 2019, 11:28 AM IST
CAA বিরোধী বিক্ষোভে মদতের অভিযোগ, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে নিষিদ্ধের সুপারিশ উত্তরপ্রদেশে

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের পেছনে রয়েছে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া। এমনটাই মনে করছে যোগী আদিত্যনাথ প্রশাসন। রাজ্যে এই ধরনের সংগঠনকে নিষিদ্ধ করার সুপারিশ করলেন উত্তরপ্রদেশের ডিজি। সুপারিশ পাঠানো হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতরে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ওই সুপারিশ পাঠানোর আগে তা পর্যালোচবনা করে দেখছে রাজ্য সরকার।

আরও পড়ুন-বিজেপি সভা ঘিরে তোলপাড় যাদবপুর, নিগৃহীত অধ্যাপিকা  

ডিজিপির করা সুপারিশে জানানো হয়েছে, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বহু কর্মী  নিষিদ্ধ সংগঠন সিমি-র সদস্য। তারাই রাজ্যে সাম্প্রতিক গোলমালের মধ্যে রয়েছে।  প্রসঙ্গত, এখনও পর্যন্ত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে রাজ্যে নিহত হয়েছেন ১৯ জন। বিক্ষোভ, ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ২২ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার কর্মীকে গ্রেফতার করেছে  উত্তরপ্রদেশ পুলিস।

দেশের মোট ৭টি রাজ্যে বর্তমানে সক্রিয় পিএফআই বা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া। উত্তরপ্রদেশ পুলিসের দাবি দেশে শান্তিশৃঙ্খলা নষ্ট করার ক্ষেত্রে পিএফআইয়ের যথেষ্ট অবদান করেছে। উত্তরপ্রদেশের শামলি, মুজাফফরনগর, মেরঠ, বিজনৌর, বারাবাঁকি, গোন্ডা, বাহারাইচ, বরাণসী, আজমগড় ও  সীতাপুরে সক্রিয় পিএফআই।

আরও পড়ুন-দু’ঘণ্টায় পরপর ৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

পপুলার ফ্রন্টের দাবি, পিএফআইয়ের কাজ হল সমাজে পিছিয়েপড়া মানুষদের ন্যায়, নিরাপত্তা পাইয়ে দেওয়া।  

.