দেশেই হবে ভারত-ইংল্যান্ড সিরিজ, প্রকাশিত হল সূচি
বিসিসিআই সচিব জয় শাহ জানান, সবরকম সুরক্ষাবিধি মেনেই এই সিরিজ আয়োজন করা হবে এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পরামর্শ মেনেই সব ব্যবস্থা করা হবে।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার প্রকাশিত হল আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজের সূচী। ৫ই ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। ১৩ই ফেব্রুয়ারি থেকে চেন্নাইতেই হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২৪শে ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে পিঙ্ক বলে হবে তৃতীয় টেস্ট।
আরও পড়ুন -ওয়ান ডে ক্রিকেটে ICC র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলেন কিং কোহলি, দুয়ে হিটম্যান
এটি ভারতের মাটিতে দ্বিতীয় দিন-রাতের টেস্ট হবে, এর আগে কলকাতায় ২০১৯ সালের ২২শে নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে একটি পিঙ্ক বলের দিন-রাতের টেস্ট খেলেছিল বিরাট কোহলির ভারত। মার্চের ৪ তারিখ থেকে আমেদাবাদেই হবে চতুর্থ টেস্ট।
NEWS : BCCI, ECB announce itinerary for England’s tour of India 2020-21.
More details here - https://t.co/LRckHxHpHx #INDvENG #TeamIndia pic.twitter.com/MdhRnmfx0s
— BCCI (@BCCI) December 10, 2020
এরপরে ভারত ৫টি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫টি টি-২০ ম্যাচই হবে আমেদাবাদে ও ৩টি একদিনের ম্যাচ হবে পুনেতে।
বিসিসিআই সচিব জয় শাহ জানান, সবরকম সুরক্ষাবিধি মেনেই এই সিরিজ আয়োজন করা হবে এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পরামর্শ মেনেই সব ব্যবস্থা করা হবে।
লকডাউনের পর এটিই দেশের মাটিতে ভারতের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হতে চলেছে। সুরক্ষাবিধির কথা মাথায় রেখেই মাত্র তিনটি স্টেডিয়ামেই ম্যাচ আয়োজন করা হচ্ছে বলে জানান জয় শাহ।
আরও পড়ুন - ফিট থাকলে রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া উচিত্ : সচিন