Australia vs India Test Series: অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ অজিদের সামনে: Ponting

সিরিজের বাকি টেস্টে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এবার ভারতকে হোয়াইটওয়াশের সুবর্ন সুযোগ বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 20, 2020, 04:18 PM IST
 Australia vs India Test Series: অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ অজিদের সামনে: Ponting
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর (Border-Gavaskar Trophy) ট্রফির প্রথম টেস্টে লজ্জাজনক হার। এমনকী এক ইনিংসে সর্বনিম্ন স্কোর-এর লজ্জার ইতিহাস লিখেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া (Team India)। ৩৬ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ। আট উইকেটে অ্যাডিলেড টেস্ট জয় অস্ট্রেলিয়ার। সিরিজের বাকি টেস্টে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এবার ভারতকে হোয়াইটওয়াশের সুবর্ন সুযোগ বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)।

অ্যাডিলেডে (Adelaide) পিঙ্ক টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন বিরাট কোহলি (Virat Kohli)। সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) পাশে থাকতে চান ভারত অধিনায়ক। নতুন বছরের শুরুতেই (Virat Kohli) বিরাট-অনুষ্কার (Anushka Sharma) জীবনে আসবে নতুন অতিথি।

আরও পড়ুন- Boxing Day Test: Shami’র চোট বড় সমস্যা ভারতের, অবিলম্বে Ishant’কে অস্ট্রেলিয়া পাঠানো হোক; বললেন Gavaskar

এক সাক্ষাত্কারে পন্টিং (Ricky Ponting) বলেন, " ভারতীয় দলের ক্ষতগুলো সামনে বেরিয়ে পড়েছে। এবার মনে হচ্ছে ভারত হোয়াইটওয়াশ হবে। আশা করি মেলবোর্নে ফল  অস্ট্রেলিয়ার পক্ষে যাবে। আর সেটা যদি হয়, তাহলে অস্ট্রেলিয়ায় ভারতের কোনও টেস্ট ম্যাচ জেতা এবার বড়ই কঠিন হয়ে পড়বে। দ্বিতীয় টেস্ট থেকে আবার অধিনায়ক বিরাট কোহলিকে পাবে না ভারত। আজিঙ্কে রাহানের নেতৃত্বে কঠিন পরীক্ষা ভারতের।"

আরও পড়ুন- Boxing Day Test : পৃথ্বী শ'কে বাদ দিয়ে কাকে নেওয়া উচিত! জানালেন Gavaskar

.