মোদীমন্ত্রে উজ্জীবিত হবে টিম ইন্ডিয়া: Ravi Shastri
রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়কে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিয়ে 'মন কি বাত' অনুষ্ঠানে অনুপ্রেরণার কথা বলেন। মোদীর কথায় মজেছেন টিম ইন্ডিয়ার হেডমাস্টার রবি শাস্ত্রী। তাঁর মতে প্রধানমন্ত্রীর বক্তব্য টিম ইন্ডিয়ার মনোবল বাড়াবে।
Thank you, Sir. Your kind words will further strengthen #TeamIndia and s resolve to perform under pressure and in trying circumstances. Jai Hind ! https://t.co/yQQN9nh8Ab
— Ravi Shastri (@RaviShastriOfc) January 31, 2021
টুইট করে রবি শাস্ত্রী বলেন, "ধন্যবাদ। স্যার আপনার কথাগুলো ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের মনোবল বাড়াবে। এমনকী প্রবল চাপে এমনকী কঠিন পরিস্থিতিতে ভাল পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে। জয় হিন্দ।"
আরও পড়ুন- স্পিনার নয়, পেসার হতে চেয়েছিলেন Kuldeep Yadav
রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়কে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়িয়ে যেভাবে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ফিরে এসেছে তা অনুপ্রেরণা জোগাবে তরুণদের। সেকথা টুইটও করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- IPL 2021: কবে শুরু আইপিএল? দিনক্ষণ প্রায় চূড়ান্ত BCCI-এর